নিরপেক্ষ নিশা
কেউবা কদর্য নক্তচর উপঘাত ছিনতাইবাজ, বিনাশ চিন্তায় মগ্নচৈতন্য।
কারো বা আসুতে নেমেছে আশুতোষ ভজকট, নেমেছে নিরন্তর বৈষম্য।
কেউবা জীবনোৎফুল্যে হাসে প্রিপাত্র আসিতেছে এই ক্ষপায়।
কারো বা এই যামিনীতে মর্মপীড়ায় কাঁদিতে হচ্ছে সে চলে গেছে তাই।
কেউবা মগ্ন পার্বণে, তিড়িং-তিড়িং নৃত্যে কাড়ছে মন কাঁপাচ্ছে মঞ্চ এই নক্তে।
কারোবা আজ অন্তকাল, শোক বিলাপধ্বনি উড়ছে বাতাসে এই একি ওয়াক্তে।
কেউবা আজ সুখানুভবে জানায় অভিব্যক্তি, এই রজনী বড়ই রোমান্টিক।
কারোবা আজ হয়েছে পরাজয় ভারাক্রান্ত কন্ঠে বলে,এই আঁধার দুঃখের প্রতিক।
কেউবা ধরেছে গান তুলেছে সুর, এই রাত তোমার আমার।
আমি বলি নিরপেক্ষ রাত্রি, চলিতেছে নিয়মে তার।
কারো বা আসুতে নেমেছে আশুতোষ ভজকট, নেমেছে নিরন্তর বৈষম্য।
কেউবা জীবনোৎফুল্যে হাসে প্রিপাত্র আসিতেছে এই ক্ষপায়।
কারো বা এই যামিনীতে মর্মপীড়ায় কাঁদিতে হচ্ছে সে চলে গেছে তাই।
কেউবা মগ্ন পার্বণে, তিড়িং-তিড়িং নৃত্যে কাড়ছে মন কাঁপাচ্ছে মঞ্চ এই নক্তে।
কারোবা আজ অন্তকাল, শোক বিলাপধ্বনি উড়ছে বাতাসে এই একি ওয়াক্তে।
কেউবা আজ সুখানুভবে জানায় অভিব্যক্তি, এই রজনী বড়ই রোমান্টিক।
কারোবা আজ হয়েছে পরাজয় ভারাক্রান্ত কন্ঠে বলে,এই আঁধার দুঃখের প্রতিক।
কেউবা ধরেছে গান তুলেছে সুর, এই রাত তোমার আমার।
আমি বলি নিরপেক্ষ রাত্রি, চলিতেছে নিয়মে তার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২২/০৪/২০১৮বেশ ভাল লাগল
-
মোঃ ফাহাদ আলী ২২/০৪/২০১৮সুন্দর লেখনি।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৪/২০১৮Very good!
-
সাঁঝের তারা ২১/০৪/২০১৮ভালো, কিন্তু অনেক বানান ভুল আছে। অনুগ্রহ করে বানানের দিকে লক্ষ্য রাখুন প্রিয় ...