ভুলে গেছি সব
আমি ভুলে গেছি সব কিছু, যা ছিল তোমার আমার
ভুলে গেছি, তোমার চুল ছুঁয়ে আসা সোনালী রোদ্দুর,
সেই সাথে ঘর জুড়ে মাতাল করা বেলীফুলের সুবাস
ভুলেছি তোমার অধরের সরু গলি পেরিয়ে দেখা নীল সে আকাশ।
টুংটাং চুড়ির আওয়াজ, আমারই কিনে দেয়া কোন বৈশাখী দ্বি-প্রহরে।
ভুলে গেছি, ভেঙেছে চুড়ি কত, বুকের পরে উষ্ণ মিষ্টি আদরে।
শরতের সারাদিন কাশবন, মাথা রেখে তোমার কোলে
অপলক তাকিয়ে থাকা তোমার মায়াবী চোখের নীলে।
ভুলে গেছি, তোমার নীল শাড়ি আর ঐ মায়া ভরা নীল চোখ
ভুলে গেছি, শরতের কাশবন, ছিল যা নীল দেখার অসুখ।
নদীর জলে নুপুরের আওয়াজ তোমার, গোধূলি বেলায়
মৃদু সমীরণ ছুঁয়েছে কত তোমায় আমায় খোলা নৌকায় ।
ভুলে গেছি, হেঁটেছি কত হাতে হাত রেখে রেললাইন ধরে,
গুঁজেছি বকুলের মালা তোমার খোঁপায় কত ভর দুপুরে।
চাঁদনী রাত জোছনার জলে জ্যোৎস্না স্নানে সাজিয়েছি স্বপ্ন হাজার
ভুলে গেছি, অস্তিত্ব তোমার, সুখ বাসর যা ছিল হৃদয় জুড়ে আমার।
খুব নিশীতে পেঁচার চোখে রাত্রি জাগা, কথার মালায়
ভুলে গেছি, সকল শোক, কষ্ট সবই, মুছে গেছে ব্যথায় ব্যথায়।
ভুলে গেছি, ভুলে গেছো, আমায় ছেড়ে কেমন আছো?
সুখের বুকে সুখে বাঁচো, আমি আছি আমার মতো।
ভুলে গেছি, সব ভুলে যাবো
আসলেই কি সব ভোলা যায়?
কেমন করে সবই আবার স্মৃতির পাতায়?
সত্যি কি ভালবাসা হারিয়ে যায়?
ভালবাসা আজন্ম অস্তিত্ব মিশে রয়।
মানুষ কেবল হারিয়ে যায়,
প্রয়োজনে বা প্রাকৃতিক নিয়মে
তোমার হারিয়ে যাওয়া হয়তোবা প্রয়োজনে।
ভুলে গেছি, তোমার চুল ছুঁয়ে আসা সোনালী রোদ্দুর,
সেই সাথে ঘর জুড়ে মাতাল করা বেলীফুলের সুবাস
ভুলেছি তোমার অধরের সরু গলি পেরিয়ে দেখা নীল সে আকাশ।
টুংটাং চুড়ির আওয়াজ, আমারই কিনে দেয়া কোন বৈশাখী দ্বি-প্রহরে।
ভুলে গেছি, ভেঙেছে চুড়ি কত, বুকের পরে উষ্ণ মিষ্টি আদরে।
শরতের সারাদিন কাশবন, মাথা রেখে তোমার কোলে
অপলক তাকিয়ে থাকা তোমার মায়াবী চোখের নীলে।
ভুলে গেছি, তোমার নীল শাড়ি আর ঐ মায়া ভরা নীল চোখ
ভুলে গেছি, শরতের কাশবন, ছিল যা নীল দেখার অসুখ।
নদীর জলে নুপুরের আওয়াজ তোমার, গোধূলি বেলায়
মৃদু সমীরণ ছুঁয়েছে কত তোমায় আমায় খোলা নৌকায় ।
ভুলে গেছি, হেঁটেছি কত হাতে হাত রেখে রেললাইন ধরে,
গুঁজেছি বকুলের মালা তোমার খোঁপায় কত ভর দুপুরে।
চাঁদনী রাত জোছনার জলে জ্যোৎস্না স্নানে সাজিয়েছি স্বপ্ন হাজার
ভুলে গেছি, অস্তিত্ব তোমার, সুখ বাসর যা ছিল হৃদয় জুড়ে আমার।
খুব নিশীতে পেঁচার চোখে রাত্রি জাগা, কথার মালায়
ভুলে গেছি, সকল শোক, কষ্ট সবই, মুছে গেছে ব্যথায় ব্যথায়।
ভুলে গেছি, ভুলে গেছো, আমায় ছেড়ে কেমন আছো?
সুখের বুকে সুখে বাঁচো, আমি আছি আমার মতো।
ভুলে গেছি, সব ভুলে যাবো
আসলেই কি সব ভোলা যায়?
কেমন করে সবই আবার স্মৃতির পাতায়?
সত্যি কি ভালবাসা হারিয়ে যায়?
ভালবাসা আজন্ম অস্তিত্ব মিশে রয়।
মানুষ কেবল হারিয়ে যায়,
প্রয়োজনে বা প্রাকৃতিক নিয়মে
তোমার হারিয়ে যাওয়া হয়তোবা প্রয়োজনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৮/২০২২চমৎকার।
-
কুমারেশ সরদার ২১/০৬/২০২০বলিহারি
-
সুনিল শুভ্র ২০/০৬/২০২০সুন্দর ছন্দ
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০অসাধারণ উপস্থাপন ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২০/০৬/২০২০খুব ভালো।
-
Md. Rayhan Kazi ২০/০৬/২০২০অসাধারণ