বিদায়
ডেকো না আমায় আর বসন্তের কোকিল,
ডেকো না বসন্তের ফুল ।
ডেকো না পাখি আর ঘুমহারা রাত,
ভোরের শিশির,রুপালি চাঁদ ।
তোমাদের বিদায়
চির বিদায় দাও আমায় ।
দেখিছি সবুজ অরণ্য,দেখিছি পাহাড় কত
রাশি রাশি জল আর বিশাল জলপ্রপাত ।
দেখিছি রমণীর অধর, দেখিছি বৃষ্টিভেজা দুপুর,
দেখিছি চৈএের ক্লান্ত- দ্বি-প্রহর।
আর দেখিছি পরস্পর ভালবাসা ।।
আধাঁর রাতে আলোর প্রদীপ জোনাকি ,অস্তগামী রবি
দেখিছি হিমালয় আর বরফগলা নদী।
দেখিছি রমনীর চোখে বেদনার অশ্র, অপেক্ষার প্রহর ।
আর দেখিছি অভিমানে চলে যাওয়া।
ফুলের বুকে ভ্রমরের খেলা,
রংধনুর রঙ্গের মেলা ।
এবার বিদায় দাও
চির বিদায়
আর বেশী দিন নয়,
ক্ষমা কর আমায় ধরণীর সব সৃষ্টি,
আমার চোখে আজ চির বিদায়ের বৃষ্টি ।
ডেকো না বসন্তের ফুল ।
ডেকো না পাখি আর ঘুমহারা রাত,
ভোরের শিশির,রুপালি চাঁদ ।
তোমাদের বিদায়
চির বিদায় দাও আমায় ।
দেখিছি সবুজ অরণ্য,দেখিছি পাহাড় কত
রাশি রাশি জল আর বিশাল জলপ্রপাত ।
দেখিছি রমণীর অধর, দেখিছি বৃষ্টিভেজা দুপুর,
দেখিছি চৈএের ক্লান্ত- দ্বি-প্রহর।
আর দেখিছি পরস্পর ভালবাসা ।।
আধাঁর রাতে আলোর প্রদীপ জোনাকি ,অস্তগামী রবি
দেখিছি হিমালয় আর বরফগলা নদী।
দেখিছি রমনীর চোখে বেদনার অশ্র, অপেক্ষার প্রহর ।
আর দেখিছি অভিমানে চলে যাওয়া।
ফুলের বুকে ভ্রমরের খেলা,
রংধনুর রঙ্গের মেলা ।
এবার বিদায় দাও
চির বিদায়
আর বেশী দিন নয়,
ক্ষমা কর আমায় ধরণীর সব সৃষ্টি,
আমার চোখে আজ চির বিদায়ের বৃষ্টি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৭/০৮/২০১৬ভালো লাগল
-
সীমা সান্যাল ২৫/১২/২০১৫আধার রাতে আলো র প্রদীপ জোনাকি দেখে যে কবি তার চোখে থাক আর তৃষণা।।।।চির বিদায়ের বৃষটি না।।
ভালো লাগায় মন ভরে গেল।।।। -
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২০/১২/২০১৫ভাবতে হবে; তারপর মন্তব্য করব।
-
মাহাবুব ১৭/১২/২০১৫দারুণ ভালো লাগলো কবি ।
-
জে এস সাব্বির ১৭/১২/২০১৫কবিকে স্বাগতম তারুণ্য ব্লগে । অসাধারণ কবিতা দিয়ে শুরু করলেন ।আরো ভাল কিছুর প্রত্যাশায় থাকব ।
-
দেবাশীষ দিপন ১৪/১২/২০১৫দারুণ।
-
জুনায়েদ বি রাহমান ১৪/১২/২০১৫ভালো।
-
মোবারক হোসেন ১৪/১২/২০১৫প্রানবন্ত কবিতা । ভাল লাগলো পড়ে।
-
নির্ঝর ১৪/১২/২০১৫অভিমান ছেড়ে এগিয়ে চল।
-
দেবব্রত সান্যাল ১৪/১২/২০১৫রামধনু ?