www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিরব অভিমানে থাকে নিরব অবুঝ ভালবাসা

চঞল ,অপরূপ সেই একটি ছেলে ।। গান তার জীবন খুব ভালবাসত সে গানকে ।। তো একদিন স্কুলে স্বাধীনতার প্রোগ্রাম হচ্ছিল ।।

সেও সেখানে অংশগ্রহণ করল ।। স্টেজে গান গাইতে উঠল মেতিয়ে রাখলো পুরো সময় ।।দুইটা গান করেছিল সে একটা সফট আরেকটা রক ভার্সন ।। অসাধারণ কণ্ঠে যেন কি ব্যাকুলতা ।।
সেই থেকে শুরু হল নতুন জীবনের পথ চলা ।।

গানের মাঝে সবাই মুগ্ধ হয়ে গেল ।। পরদিন আসল সে কলেজে আড্ডাও বেশ ভালো চলছে মাঝে মাঝে উষ্টাও চলছে বন্ধুদের মধ্যে ।।

যার কথা বলছিলাম তার নামটা না হয় অজানায় থাক ।। আড্ডার মাঝে এসে আমাদের এক ক্লাসমিট ডাকল তাকে আমরা হতবম্ভ সে বলল পরে কথা হবে ।।
মেয়েটা ও এক নজরে দেখার মত ।।
তাকে দেখে দেখি তার বান্ধবীরা হাসতেছে ।।
পরদিন আবার সে ডাকল তাকে সে গেল আসার পর আমরা বলি দোস্ত কি হল ......?? ব্যাপার কি ??
বলে সে প্রোপোজ করে ।।

আমরা ও টাট্টা করছি সবাই ।। মনে করলাম সে দুষ্টমি করছে ।। পরে সে আমাদেরো সেটা সিরিয়াসলি বলছে আমরাও বিশ্বাস করলাম ।। আমরা বলি একসেপ্ট কর না কত সুন্দর মেয়ে ....!!
সে বলে দোস্ত বাদ দে তো এগুলা এগুলা করার সময় আছে নাকি ???

সে ও তাকে না বলে দিল.....?
এইতো চলতে থাকলো কিছু সময় আমাদের পড়ালিখা , আড্ডা , গান ও ফাইজলামির মাঝে ।।
আবার সে মেয়েটা প্রোপোজ করল তাকে ডেকে ।।
সে দেখা করে চলে আসব পরে বলবে বলে ।
আমরাও বলছি , দোস্ত দেখ এভাবে বলছে না হয় চেষ্টা করে দেখ ভালো না লাগলে টা টা বলবি ।।
কোন মতে রাজি করালাম সেও বলে ওকে ।।
কিছুদিনের মধ্যে তাদের প্রেম জমিয়ে গেল ভালোই চলছে তাদের জীবন সময় আর আমাদেরো আড্ডাটা ।।
আমরা মাঝে মাঝে দুঃষ্টমি করতাম কি হল দোস্ত ...!!
ফোনে হচ্ছে তাদের কথা এককথায় ভালো চলছিল তাদের প্রেমকাহিনী !!
কিছুদিন পর নাকি তাদের মাঝে তর্কবতর্ক হয়েছিল কি বিষয় নিয়ে ।।
সেদিন থেকে তাদের অনেকদিন কথা হয় নি ।।
তার মন খারাপ সে দেখি আমাদের সাথে আড্ডা দেই না ।।
আমরা বলি কি হল , সে বলল দোস্ত এই এই ব্যাপার আর আমি সিম পরিবর্তন করে ফেলেছি ।।
হঠাত্ খবর এলো মেয়েটা নাকি বেশী অসুস্থ তাকে হসপিটালে নৈয়ে যাওয়া হচ্ছে ...
কি করি এখন আমরা বেশ চিন্তিত ।।
যাইহোক আমরা তাকে বলি দোস্ত চল সমস্যা নেই ,
আমরা আছি না আয় আমাদের সাথে চল হসপিটালে দেখে আসি ।
গিয়ে দেখি ডাক্তার তাকে মৃত ঘোষণা করল পরে জানতে পারি যে ,সে নাকি বিষ খেয়েছে ।।
সেও নিজেকে যেন সামলাতে পারছে না আমাদের বলছে মনে হয় সে অভিমান করে এসব করেছে....
আমরাও নিরব কি বলে তাকে সান্তনা দিব ......
তার স্মৃতিস্বরূপ তার কাছে আছে কিছু এস এম এস আর কয়খানা ছবি ।।
সিম তো চেন্স করছে সে এস এম এস গুলো পড়ার জন্য সে ব্যাকুল হয়ে সিমটা খুলে এটা খুলল খুলার সাথে সাথে একটা এস এম এস .....
এস এম এস টি পাটাল তার সেই ব্যাকুলতার মানুষটি ....
এতে লিখা ছিল ...
তুমার সাথে খুব দেখা করতে ইচ্ছা করছে ...জানি কেন ??
আরেকটা ম্যাসেজ আসল ...আর তাতে লিখা ছিল কি হল.....
আমু তুমার জন্য আমার জীবন উত্সর্গ করলাম ।এতে তুমার কোন দোষ নেই বিশ্বাস কর আমি এইকাজটা করেছি কারণ আমাকে অন্য এক ছেলে ভালবাসত কিন্তু আমি তাকে পছন্দ করতাম না ।।
সে আমাকে কিছুদিন আগে বলে যে ..
তুমাকে নাকি সে মেরে ফেলবে যদি আমি তুমাকে ভালবাসি তাকে ছাড়া ।।
কিন্তু তুমার ভালবাসা ছাড়া যে আমি আর কাউকে ভালবাসতে পারব না ।।
তাই তুমার জীবন নেওয়ার আগে আমি আমার জীবন দিয়ে দিলাম ।।
[ সেদিন যদি সিমটি খুলা থাকত তাহলে আজ এই অন্ধ পৃথিবী হত না ]
তাই বলি প্রিয়জনের সাথে যত.ই রাহ কিংবা অভিমান হোক তা যেন বুঝার ক্ষমতা রাখেন ।।
কারণ জীবনে অনেক জানা অজানা ভুল থাকে ।।
সুখে নেই ভালবাসা ....
অভিমানের মাঝে রয়েছে ভালবাসার স্বাধ....!!!
দুখের মাঝে হাসিমুখে বাঁচাটাই ভালবাসা ....
হাসির মাঝে সবসময় টাট্টাটা নয় ভালবাসা ...!!!
নিরবতাই ভালবাসার বহিঃপ্রকাশ ....
অভিমানি ভালবাসার অনুভুতি ....
রাগটাই ভালবাসার স্বভাব ...
কষ্ট ভালবাসার ব্যবহার ....

উত্সর্গ - আমার বন্ধু আসাদ এবং সাগর
[ দুই বছর আগের লিখা ....গানপ্রিয় এক বন্ধু যার নাম সাগর ,তাকে ঘিরে কিছু কল্পনা আর আবেগ মিশিয়ে একটা কিছু লিখার চেষ্টা করলাম ,ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ]

#দার্শনিক_ওয়াহিদ
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩
    -বন্ধুকে নিয়ে ভাবনার সাধুতা থাকলো। আরো লিখুন।--
  • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
    ভালোই লেগেছে ..
    শেষের কবিতাটির অংশ খুব দারুন লাগলো ।
  • মাহমুদ নাহিদ ২২/০৯/২০১৩
    ভালো লাগলো ।
 
Quantcast