www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধুত্বের বাঁধন

বন্ধুদের যে সব কথায় মাথা গরম হয়ে যায় ,
চরম অবস্থায় হয়য়া পড়ি ।
যে সব কথায় বাংলালিংক দামে রাগ উঠে ;
তবে এই সব না থাকলে বন্ধুত্বের মধ্যে মজা থাকে না ।

#1
- দোস্ত ,
তোর কাছে এক্সট্রা কলম আছে ?
- আছে ।
- কোথায় ,তাড়াতাড়ি দে তো ?
- বাসায় ।

#2
- দোস্ত ,
তোর গেন্জিটা দারূণ ।
- থ্যাংস
- কোথায় থেকে কিনছস ,আমিও এক্টু নিমু দেখি !
- মার্কেট থেকে ।

#3
দোস্ত থাম ,বাসা থেকে ফোন আইছে ,কথা কৈস না ,একটু কৈরা থাম ।
হ আম্মু ,বল ....

পাশ থেকে বন্ধুরা ,ওই সিগারেট ধরা তো [যদিও সিগারেট নেই],তখন তারা সিগারেটের কথা জোরে জোরে বলবে ।

#4
দোস্ত মেয়েটারে পছন্দ হয়সে ,কে রে ?
- তর ভাবি ,পছন্দ তো হৈবোই ,দেখবি না কার চয়েছ ,দেখিস চোখ দিস না ।

#5
পরীক্ষার হলে ,দোস্ত 3 নাম্বার লেখছস নাকিরে ?
- হু লেখছি
- ফিলিস আমারে 3 নাম্বারটা দেখা ।
- আগে আমারে 5 নাম্বারটা
দেখা তারপর ।

#6
ক্যাম্পাসে বন্ধুদের সাথে হাঁটছি হঠাত এক চুন্দরী দেইখা ।
- দোস্ত মায়য়াডা কিন্তু জোশ ,আমার লাইগা দেখনা ....ব্লা ব্লা
- মাইনসের বৌরে লৈয়া তুর এতো টানাটানি ,তুর কয়টা লাগে ।

#7
সিগারেট আড্ডা ,এমন সময় উপস্থিত হয়লাম আর কয়লাম দোস্ত একটা দেতো ?
- দোস্ত আরতো নাই ,জাস্ট তিনটাই আনছি আচ্ছা খাড়া আমি একটু টাইনা লৈ ,বাকী অর্ধেকটা তুই টানিস ।

#8
দোস্ত ,আমার লগে একটু আইতো
- কৈ যাবি
- একটু প্রশ্রাব করুম
- কেন ,পানি কি আমারে ঢাইলা দিতে হয়বো নাকি ?

#9
কাউরে প্রোপোজ করমু কিংবা কোরো লগে প্রথম দেখা কিংবা কথা ...কোন দোস্তরে যদি কৈ দোস্ত চলতো
- ক্যান দোস্ত ,বাসর রাইতে তো একাই যাবি ,লগে আমারে নিবি নাকি ।

#10
দোস্ত মায়য়াডা আমারে খুব লাব করে ,কিন্তু আমার ভালা লাগে না ।
- তো কি হয়সে ,লাইনে আইনা বিয়া কয়রা ফেলা পালনে দায়িত্ব আমার ।

#11
হ্যালো ,কেমন আছস ?
- ভালা ,
- কি করস ?
- তর লগে ফনে কথা কয় ...

বাকী গুলা আগামী পর্বে :D B) :P

#koster_Likha_vai_copy_maira_nijer_naam_na_bosaile_kritoggo_hoibo :)

#দার্শনিক_ওয়াহিদ
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১২০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast