আমার হাসি
** আমার হাসি **
আমার হাসি ,,
আমি সবসময় হাসি ....
হাসতেও চাই সবসময় ।
তাই বলে এর মানে নয় যে ,,
আমি সুখি ।।
কিছুসময় এটার মানে বুঝায় যে ,,
আমি হাসিকে পরিচালনা করছি ।।
আবার কিছু সময় বুঝায় ,,
অবুঝ যেন ছোট্ট শিশুর মতই ..
হাসছি আর হাসছি ,,
কিছুই না বুঝে ।।
এবং অনেক সময় এর অর্থ হয় যে ,,
আমি কান্না করতে করতে ক্লান্ত ।।
চোখের ক্লান্তি যেন অশ্রু যেন আমার সাথে রাগ ।।
আমার হাসি ,,
আমি সবসময় হাসি ....
হাসতেও চাই সবসময় ।
তাই বলে এর মানে নয় যে ,,
আমি সুখি ।।
কিছুসময় এটার মানে বুঝায় যে ,,
আমি হাসিকে পরিচালনা করছি ।।
আবার কিছু সময় বুঝায় ,,
অবুঝ যেন ছোট্ট শিশুর মতই ..
হাসছি আর হাসছি ,,
কিছুই না বুঝে ।।
এবং অনেক সময় এর অর্থ হয় যে ,,
আমি কান্না করতে করতে ক্লান্ত ।।
চোখের ক্লান্তি যেন অশ্রু যেন আমার সাথে রাগ ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলোকিত অন্ধকার ০৯/১০/২০১৩অনেক হাসলাম তোমার হাসির কথা পড়ে ...।।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১০/২০১৩আপনি চেষ্টা করেছেন কিছু গভীরের কথা বলতে। আমরা সবাই নিজের সাথে অভিনয় করি। না চাইলেও হাসতে হয় হাসতে চাইলেও হাসতে পারি না। চমৎকার হয়েছে।
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩ভাল লাগল