সে চেয়েছিল থাকতে মনিবের সাজে
আমার এই ছোট্ট ঝড়োময় পৃথিবীতে ,
সে এসেছিল মনিবের বেশে ,
যা আমার জীবনকে জাগিয়েছিল ,
আমায় আবার সে দিয়েছিল স্বর্ণমুদ্রা ।
আমার এই ছোট্ট দুর্যোগের দেশে ,
আমার মনিব এসেছিল ,
শান্ত করতে আমার সুন্দর পৃথিবীকে ,
সে এসেছিল সূর্যকে কেড়ে নিতে ,
সে এসেছিল কেড়ে নিতে আমার মায়ের ভাষা ,
কাঁটা তারের সাহায্য করে দিয়েছিল আশা ,
স্বাধীন হয়েছি আমরা আজো পরাধীন ,
কি দিয়ে করব পূরণ
কাটা তারের বেড়া দিয়ে ঘেরা দেশের ঋণ
স্বাধীন করে কেনইবা আজ ,
স্বাধীন মানুষকে কাটা তারে ঝুলে রাখা ,
মনিবের মাঝে আজ কেনইবা বন্দী হয়ে থাকা ....
সে আমায় করেনি কোন সাহায্য ,
সে চেয়েছিল থাকতে মনিবের সাজে ....
সে এসেছিল মনিবের বেশে ,
যা আমার জীবনকে জাগিয়েছিল ,
আমায় আবার সে দিয়েছিল স্বর্ণমুদ্রা ।
আমার এই ছোট্ট দুর্যোগের দেশে ,
আমার মনিব এসেছিল ,
শান্ত করতে আমার সুন্দর পৃথিবীকে ,
সে এসেছিল সূর্যকে কেড়ে নিতে ,
সে এসেছিল কেড়ে নিতে আমার মায়ের ভাষা ,
কাঁটা তারের সাহায্য করে দিয়েছিল আশা ,
স্বাধীন হয়েছি আমরা আজো পরাধীন ,
কি দিয়ে করব পূরণ
কাটা তারের বেড়া দিয়ে ঘেরা দেশের ঋণ
স্বাধীন করে কেনইবা আজ ,
স্বাধীন মানুষকে কাটা তারে ঝুলে রাখা ,
মনিবের মাঝে আজ কেনইবা বন্দী হয়ে থাকা ....
সে আমায় করেনি কোন সাহায্য ,
সে চেয়েছিল থাকতে মনিবের সাজে ....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২২/০৯/২০১৩খুব সুন্দর ভাবনা।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩খুবই সুন্দর ভাষায় সুনিপুণ উপস্থাপন।যা সত্যিই নিজেকে একবার ভাবায়, সত্যিই কি আমরা আজও স্বাধীন?
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩অসাধারণ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩তাইতো
সার্বভৌমত্ব কখন আসবে ভেবে
সময় শুধু বয়েই চলে যাবে
অর্থনৈতিক মুক্তি এলে তবে
বাংলাদেশ সত্যি স্বাধীন হবে