www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছু কথা

1# আমি কারো প্রতি একটু কেয়ার করলে ,তাকে হারিয়ে ফেলি ....
আর ,
যখন কোন একজনকে খুব বেশী কেয়ার করি সে কষ্ট দিতে থাকে খুব বেশী পরিমাণে .....

2# দুটি পর্যায়ে মানুষকে হাই [Hi] এবং বাই [Bye] এই মিষ্টি দুইটি শব্দকে ব্যবহার করতে খুব বিপদগ্রস্থ ও নিজেকে জ্বলে পুড়ানোর মত কষ্ট পেতে হয় .....

প্রথমতঃ ,
অচেনা কোন একজনকে হাই [Hi] বলা
দ্বিতীয়তঃ ,
কোন প্রিয়জনকে শেষবারের মত বাই [Bye] বলা

প্রথম পর্যায়ের ব্যাখ্যা - জীবনসঙ্গী সাথে জীবন আরম্ভ বলা যেতে পারে ।

আর দ্বিতীয়টাকে এমনো বলা যেতে পারে যে ,
মা বাবাকে শেষ দেখা কিংবা বিদেয়ের গল্পকে বলা যেতে পারে ।

3# আমি ভুলটা কে করেছে তা দেখার পূর্বে ভুলটা কি ,সেটা বিবেচনা করার চেষ্টা করি ....

এতে নিজের কোন ক্ষতি হবে না তবে নিজের জ্ঞান ,ভাবনাটা অনেক উচ্চমানের হবে ...যদি দোষীব্যক্তিকে দেখি তাহলে হয়ত কোন এক দোষে নিজে একসময় দোষী হব আর তখন মাথা নিচু করে নিজেকে মানুষ নামে পরিচয় দিতে নিজেরই ঘৃণা হবে ।

4# য মেয়ে তার স্বামীর চেয়ে তার পিতার গর্বে কতটুকু গর্বিত তা দেখে ,তা নিশ্চয় তার নিচু মনের কিছু নিচু চরিত্রকে প্রকাশ করে ......

5# এমন কোন বাঁধনে বন্দী হয়ো না ,যে বাঁধনের আঁড়ালে অন্য কোন বাঁধন লুকিয়ে থাকে .........না হয় এই বাঁধন শব্দটি সারাজনমের জন্য ঘৃণীত হয়ে থাকবে !

Nij Thekei Kicu Kotha Likhar Try Korlam ,Vul Hole Khoma Korben :)

#দার্শনিক_ওয়াহিদ
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১২৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দার্শনিক সাহেবের বড় বড় কথা গুলো ভালো লাগলো।
  • Înšigniã Āvî ১৯/০৯/২০১৩
    অসাধারণ বিশ্লেষণ করেছেন
    • ওয়াহিদ ২০/০৯/২০১৩
      ধন্যবাদ অভি ভাই ,আপনার উত্‍সাহমূলক মন্তব্যের জন্য ।
      দোয়া করবেন ......
 
Quantcast