www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডিম আগে না মুরগি আগে

> ডিম আগে না মুরগি আগে ?

লেখাটির শিরোনাম হয়তো অনেকের কাছেই ফালতু মনে হয়েছে।
কিন্তু
কখনো কি আপনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন ,
যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?
এটি যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন
তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নটির সঠিক কোন উত্তরে পৌছতে পারবেন না।কারন এই
প্রশ্নটিকে আপনি যে ভাবেই দেখেন না কেন এ রকম অনেক
প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের
মানুষেরা অনেক ভেবেছেন।কেউ কেউ হয়তো এগুলকে ধর্মীয়
দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন আবার কেউ হয়তো এগুলকে দার্শনিক
দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন।আপনি যদি সঠিক ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ না করেন তবে আপনি আজকের এই প্রশ্নটিতে এক এক
সময় এক এক সিদ্ধান্তে এসে পৌঁছবেন।কারন ডিম ছাড়া যেমন
মুরগি সৃষ্টি সম্বব না, তেমনি মুরগি ছাড়া এই ডিমটি এল ই
বা কোথা থেকে তাই না? এবার কাজের কথায় আসি,আমাদের জানা দরকার যে সৃষ্টির
প্রথমে এই ডিম বা মুরগি কোনটিই আসলে ছিল না।সকল প্রকারের প্রানের উৎপত্তি আসলে সেই আদি কোষ
(যে আদি কোষের উৎপত্তি হয় আদি জলজ ও উত্তপ্ত
পরিবেশে এবং সেটি ছিল এককোষী) থেকেই হয়েছে।
তবে আমাদের উদ্দেশ্য হল মুরগির উৎপত্তি।যাই হোক,
মুরগি এক ধরনের পাখি।আর পাখিদের উৎপত্তি হয়েছিল
আদি সরীসৃপদের থেকে।লক্ষ করে দেখবেন সরীসৃপরাও পাখিদের মত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয়।প্রথম
মুরগীটির উৎপত্তিটি আসলে কোন মুরগির ডিম থেকে হয়েছিল
না।কোন সরীসৃপ এর ডিমে ঘটে যাওয়া আচমকা মিউটেশন
বা হঠাৎ জিনগত রদবদল ফলে সৃষ্টি হয়ছিল আদিম পাখিদের।
আর সেই প্রগইতিহাসিক পাখিদের
মধ্যে থেকে পুনঃপুনঃ মিউটেশনের ফলে সৃষ্টি হয়েছে আজকের এই মুরগির।প্রথম যে মুরগি সৃষ্টি হয়েছিল সেই মুরগির
সাথে হয়তো আজকের এই মুরগির অনেক বেশিই অমিল।যেহেতু
মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই
আদি মুরগীটির উৎপত্তি হয়েছিল তার মানে ডিমটির আগে কোন
মুরগি ছিল না।তার মানে আমরা বলতে পারি মুরগির আগে ডিম
এসেছে।তাই ডিম ই আগে আর মুরগি পরে।

# Resource - Internet ...
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৭৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এভাবে তো কোন দিন চিন্তা করিনি।
  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    তাই তো.....
  • সহিদুল হক ২৬/০৯/২০১৩
    বহু পুরনো প্রশ্ন,ুউত্তর অমীমাংসিত।
    • ওয়াহিদ ২৭/০৯/২০১৩
      চেষ্টা করলাম ,কিছুটা বুঝাতে ,এই আরকি ...
      তবে ব্যর্থ ।যাহৌক ধন্যবাদ ...

      কখনোই কোন কিছু অমীমাংসিত থাকে না ,হয়ত আজ না হয় কাল মীমাংসিত হবে ,হয়ত আমি নাহয় অন্য কেউ এইটা করবে ....

      আপনার মন্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করলাম !

      আপনার মত চিন্তা করতে গেলে ,রকেট আবিষ্কার হবে আকাশ কল্পনা ,সেই যুগের জন্য ,আজ রকেট সামান্যতম একটা ব্যাপার ,
      বহু পুরোনো প্রশ্ন ,কখনো মীমাংসিত হবে না এই ভাবনা আসলেই ঠিক না ... :)
      • সহিদুল হক ২৭/০৯/২০১৩
        এটা রকেট আবিষ্কারের মতো কোন ব্যাপার নয়।শুধু ডিম নয়,বিজ্ঞানের মতে জলজ আণুবিক্ষণীক জীবানু থেকেই জীবজগতের সৃষ্টি।
        প্রথমে ডিম্বাণু পরে ধীরে ধীরে পূর্ণাঙ্গ জীব,এটা সবাই জানে।ঐ প্রশ্নটাই হাস্যকর,ঠাট্টা করার জন্যই ঐ প্রশ্নটা একে অপরকে করে থাকে।
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    --পড়লাম ততটা ....
    • ওয়াহিদ ২৭/০৯/২০১৩
      .....বুঝেন নি ।

      এইতো দাদা ,তবে এর চেয়ে সহজ আর কোন ব্যাখ্যা আছে বলে ,আমার জানা নেই ।

      মন্তব্যের জন্য ধন্যবাদ ।
  • বিশ্বজিৎ বণিক ২৬/০৯/২০১৩
    বুঝলাম !!!
 
Quantcast