সাহায্য প্রয়োজন
সাহায্য প্রয়োজন
Forgive Me All Of My Friends....
ব্লগের সবাইকে অভিনন্দন ,যারা প্রথম সারির হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ....
কিছু বিষয় ,
অনেকেই প্রায় লিখার মধ্যে কবিতা বেশী ,আবার অনেকেই সব বিভাগে সমানতালে পোস্ট করেছে ,যা প্রতিযোগিতার ফলাফলে আনা হয় নি ,যতদূর বুঝলাম ....
এইটা খারাপ লাগলো ,আমিও বাংলা কবিতা হতে টেনে টেনে কবিতা পোস্ট করতে পারতাম ,বেশী পোস্ট করতে পারতাম তবে করিনি ...
যাহৌক মনে হলে বললাম ,কষ্ট পাইলে ক্ষমা করবেন ।
আর তারূণ্য ব্লগ হতে আমার সব পোস্ট ডিলেট করতে কি করতে হবে ?
এইটুকু সাহায্য কেউ করবেন ।
ধন্যবাদ ,বিদায় ....
এই স্বল্প সময়ে কারো মনে কষ্ট দিয়ে থাকলে বা কোন লিখায় কোন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন ।
আমি কেন প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় হতে পারলাম না ,তাই বিদায় নিলাম ....
তবে এতে কারো দোষ কিংবা কারণ নেই ,নিজ তেজে নিজেই চলে গেলাম ...
দোয়া করবেন ।
Forgive Me All Of My Friends....
ব্লগের সবাইকে অভিনন্দন ,যারা প্রথম সারির হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ....
কিছু বিষয় ,
অনেকেই প্রায় লিখার মধ্যে কবিতা বেশী ,আবার অনেকেই সব বিভাগে সমানতালে পোস্ট করেছে ,যা প্রতিযোগিতার ফলাফলে আনা হয় নি ,যতদূর বুঝলাম ....
এইটা খারাপ লাগলো ,আমিও বাংলা কবিতা হতে টেনে টেনে কবিতা পোস্ট করতে পারতাম ,বেশী পোস্ট করতে পারতাম তবে করিনি ...
যাহৌক মনে হলে বললাম ,কষ্ট পাইলে ক্ষমা করবেন ।
আর তারূণ্য ব্লগ হতে আমার সব পোস্ট ডিলেট করতে কি করতে হবে ?
এইটুকু সাহায্য কেউ করবেন ।
ধন্যবাদ ,বিদায় ....
এই স্বল্প সময়ে কারো মনে কষ্ট দিয়ে থাকলে বা কোন লিখায় কোন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন ।
আমি কেন প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় হতে পারলাম না ,তাই বিদায় নিলাম ....
তবে এতে কারো দোষ কিংবা কারণ নেই ,নিজ তেজে নিজেই চলে গেলাম ...
দোয়া করবেন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১৮/১০/২০১৩ওয়াহিদ ভাই, প্রতিযোগীটা বড় না, ১ম, ২য বা ৩য হওয়া কোন বড় বিষয় না। আমরা লিখি, নিজের জন্য মনের তাগিদে। ভাই আসো আমরা একটি পরিবারের হয়ে এক সাথে লিখি। আর যে ১ম, ২য বা ৩য হয়েছে সে তো আমাদের পরিবারের একজন। আসো না আমরা একসাথে পথ চলি। জীবনে চলতে গেলে আরও কত বাধা আমাদের ডিঙ্গাতে হবে! থাকো ভাই।
-
আরজু নাসরিন পনি ১৮/১০/২০১৩প্রতিযোগিতায় টিকতে পারলে অবশ্যই খুব ভালো লাগে ।
কিন্তু লেখকের লেখার সৃষ্টি কি প্রতিযোগিতার আশায় হয় ?
একজন লেখকের কাছে তার সৃষ্টিই তার সবচেয়ে বড় পুরষ্কার ।
আর এমন পরিচ্ছন্ন একটি ব্লগে লেখা প্রকাশ করার আনন্দতো আরো বেশি হওয়া উচিত ।
অবশ্য তারুণ্য ব্লগে আমি আপনার চেয়ে ব্লগিং বয়সে নতুন ।
সব কিছু এখনও ভালো করে বুঝে উঠতে পারিনি ।
হয়তো নিয়মিত থাকলে আস্তে আস্তে বুঝে যাব এখানকার সব নিয়ম-নীতি ।
আপনাকে এখানে নিয়মিত দেখতে পেলে ভালো লাগবে ।
শুভকামনা রইল আপনার জন্যে ।
লেখালেখি চলতে থাকুক ।। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৮/১০/২০১৩ওয়াহিদ ভাই আপনি তো যথেষ্ট ভালো লিখেন।কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আপনি ও ভালো অবস্থানে আসতে পারতেন।যেহেতু আপনার কাছে বিষয় টা পরিস্কার নয় সেহেতু আপনি এডমিনের সাথে যোগাযোগ করাটাই শ্রেয়।তাছাড়া কবিতা য় তো পয়েন্ট কম।আর আপনার তো সব ভালো মানের লেখা।যাক আশা করি আপনি এর উত্তর পাবেন।ধন্যবাদ এবং শুভকামনা।