www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডিজিটাল আমার দেশ ডিজিটাল আমার রোগ

ডিজিটাল আমার দেশ ,ডিজিটাল আমার রোগ ~

দেশ ধীরে ধীরে ধীরে ডিজিটেল হসসে ,সেই সাথে রোগ ও ডিজিটাল হসসে ,স্বাভাবিক ব্যাপার ....দেশ যেদিকে রোগো সেদিকে যাবে ।।
আমারো ইদানিং কিছু ডিজিটাল রোগ দেখা দিচ্ছে যেমন ....
সকালে ঘুম থেকে উঠলে আমি কিচ্ছু খাইতে পারি না ,সারারাত পেট খালি থাকে আর আমি কিছু খাইতে পারি না ...

আব্বু বলে ,সারারাত স্বপ্নে কেউ কিছু খাওয়ায় দিছে নাকি তোরে ?
কোন রোগে তুরে পাইলো আমি বুঝি না ?
এইটার জন্য কোন ডাক্তার দেখাবো
খুব ক্ষিধে লাগে ,চিত্কার শুরু মা ক্ষিধে লাগছে ...অনেক তাড়া আমার ,মা তাড়াতাড়ি রেডি করে আর আমি পরে বলি ক্ষিধে নাই নতুবা খাইতে পারতেছি না
মা বলে ,এখন না তুই বললি ক্ষিধে লাগলো ,আমি বলি কয় না তো সেটা তখন বলছিলাম
সারাদিন আমি আছি রাক্ষুসের মত বলি শুধু ক্ষিধে লাগছি ,আমার খুব ক্ষিধে লাগে কিন্তু খাইতে মুনচায় না ,খাইতে পারি না ....
এইডা আব্বুরে বললে বলে ,তুর থেকে অদ্ভুদ সব রোগ ,যার কোন ডাক্তার নাই
দুপুরে সাধারণত আমি ঘুমাই না তাই রাতে তাড়াতাড়ি ঘুম আসার কথা তা স্বাভাবিক ....
আব্বু টিভি দেখে আর আমি টিভির দেখার মত করে মোবাইল নিয়ে থাকি ফেসবুকে ,আব্বু বলে কাল প্রাইভেট আছে ঘুমা গিয়ে যা ....
আমি বলি ঘুম আসতেছেনা ,বাবা বলে এটাও হয়ত একটা আধুনিক রোগ ।
আবার বলে ,আমি তোকে খেয়াল করি টিভির তো কিছু দেখস না,মোবাইল টিপাটিপি করস ,,,,
আমি মনে মনে বলি বাপ তো দেহি আমার দ্বিগুণ
আরেকটা নতুন রোগ ,সারাদিন নেট নিয়া মোবাইল নিয়া একসাথে তার সাথে কানে হেডফোন সব দিয়ে বসে থাকলে আমার মাথা ব্যাথা করে না ...যখনি আমি পড়তে যায় আমার মাথা ব্যাথা শুরু .....
এইটা দেইখা আব্বু বলে ,না পড়ে মোবাইল নিয়ে কি ?
(সারাদিন পড়ে যদি একটু মোবাইল হাতে নিই নেওয়ার সাথে সাথে মা না হয় বাবা দেখে ফেলে শালার
আমি বলি বাবা মাথা ব্যাথা
বাবা বলে ,তুর এই রোগ কেউ সারাতে পারবে না,এই রোগ্গ কোন ডাক্তারো বুঝবে না
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল সাদিক ভাই
  • ভাল হয়েছে খুব। তবে বানানের কারণে অদ্ভুত লাগছে। আঞ্চলিক ভাষায় লিখলে চাইলে তাও শুদ্ধ ভাষায় লিখতে হবে। ধন্যবাদ
    • ওয়াহিদ ২৫/০৯/২০১৩
      কিছু পোস্টকে ব্যঙ্গরসাত্মক করার জন্য ,বানানগুলো নিজের থেকেই ভুল লিখি ,লিখতে আর এই ভুলগুলা পড়তে ভাল লাগে ,যেমন আমি এইখানে মন কে লিখলাম মুন ....

      এইটার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কবিতা আর গল্পের ভুলগুলো অজান্তেই হয়ে থাকে ....

      ধন্যবাদ দাদা .....হাসির অর্থাত জোকসো হতে পারে ,এইসব লিখায় বানানগুলা আমি সাধারণ একটু ব্যঙ্গ করেই লিখি । :P :)
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    যতদূর মনে হয় রোগটা মানসিক....
    যাতে আছে কোনও প্রেম ভালোবাসা ও বিরহর ছোঁয়া...

    যা একমাত্র সেই.... 'মনের মানুষ' সারাতে পারে ।
 
Quantcast