www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিগারেট

যাদের সিগারেট নিয়া প্রেমিকার সাথে ফাইটিং টিং টিং হয় তাদের জন্য উপকারে আসবে বলে আমি আশা করতেছি ,আপনি এই টেকনিক টা এপ্লাই করতে পারবেন বলে আশা করি । :P

এই কাজটা আপনেরাও কর্তে পারেন ,মোর মত ..... মারাত্মর উপকারে আসবে প্রেমিক প্রেমিকার কথোপকথন __

প্রেমিক - জান্টু জানু ,আমার একটা খ্রাপ অভ্যাস আছে ?
যা কোন
ভাবেই আমি ছাড়তে পারতেছি না ।

প্রেমিকা - তোমার সব অভ্যাসৈ তো খারাপ ..এখন আবার
কোনটা ?

প্রেমিক - আমি তো ধূমপান করি ,চিগালেট
প্রতিদিনি প্রতিক্ষণে খাইতে হয় ।

প্রেমিকা - ওহ্হ্হ আল্লাহ ,এইটা তো খুব খারাপ অভ্যাস ,এর
কারণে তো ক্যান্সার নানান ধরণের জটিল রোগ হয় ....
ফিলিস সোনা ,ধূমপান বন্ধ করে দাও ।

পেরেমিক - হুম , জান্টুস ,তুমি যদি আমার ঠোঁট কে ব্যস্ত রাখ
আসা করি আমি এই থেকে অতি সহসা উদ্ধার পাব

পেরেমিকা - ************** :o :o

তারপর কি হল সেইটা আপনাদের ওয়াহিদ ভাই আর বলতে পারে না ।
আপনারা এইটা চেষ্টা কয়রেন আর ফলাফল আমারে একটু জানায়েন ,তবে দুঃখের ব্যাপার ওয়াহিদ ভাই সিগারেট খাই না ,আর উনি চেষ্টা কয়রেও দেখেন নাই । :D :D :D

এই ঘটনা সমস্ত চরিত্র ,কাহিনী বাস্তব নহে লেখকের কল্পনা মাত্র :P
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৪০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তরুণ কান্তি ০১/০৭/২০১৮
    এই ব্যাপার! বেশ বেশ।
  • সহিদুল হক ২২/০৯/২০১৩
    ধুমপায়ীদের বেশি বেশি নেশা লাগে কিছু খাওনের পরে,যৌনমিলনের পরে,টেনশন-কালে আর টয়লেটে--সর্বত্র প্রেমিকাকে পাওয়া নাও যাইতে পারে।তবে আইডিয়াটা দারুণ।
  • হাঃ হাঃ হাঃ আসলেই এ পদ্ধতিতে সিগারেট ছাড়া যেতে পারে। হেভি মজা পাইলাম :D
    • ওয়াহিদ ২০/০৯/২০১৩
      আপনি না হয় আগেই চেষ্টা করে দেখেন কাজ হয় কিনা :P
      • একবার এক সপ্তাহের লাইগা ছাড়ছিলাম আবার ধরছি । বোঝলেনই তো সিগারেট ছাড়া কোন ব্যাপারনা :p
        • ওয়াহিদ ২০/০৯/২০১৩
          Daran Ektu Hasi :D :D :D
  • কামরুল হাসান ১৯/০৯/২০১৩
    ভাল তো......ভাল না ?
  • সাদিক ভাই প্রোফাইল সেটিংস বাটনে ক্লিক করুন। নীচে দেখবেন, ছবি আপলোড বাটন আছে সেখানে ক্লিক করে ছবি আপলূড করুন।
    • ওয়াহিদ ১৯/০৯/২০১৩
      ও ও এইটা জানি দাদা ,আমি পোস্টে ছবি এড করার কথা বলছি আর আমি প্রোফাইলে ইচ্ছে করেই ছবি দিই নি ..... :(
  • সাদিক ভাই ছবি আপলোড করুন
    • ওয়াহিদ ১৯/০৯/২০১৩
      হেল্প করেন ,আমি তারুণ্য ব্লগে ছবি এড করতে পারছি না ....কেমনে করে । :)
      • + চিহ্ন বাদ দিন [+img ]এখানে ছবির লিঙ্ক হবে [+/img]
  • ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩
    আরো হাসাও আমি হাসতে চাই
    • ওয়াহিদ ১৮/০৯/২০১৩
      না না আর বেশী হাসাবো না ,যদি হাসতে হাসতে প্রস্রাব করে দাও :D
  • সালমান মাহফুজ ১৮/০৯/২০১৩
    বেশ হাস্যরসাত্নক ! ভালো লিখেছেন । আরো ভালোর প্রত্যাশায় ।
 
Quantcast