www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপনি জানেন কি

১. প্রকৃতিতে সবচেয়ে বেশী জনঘনত্ব যে জীবের তা হল
ব্যাক্টেরিয়ার, সবচেয়ে বেশী জৈববৈচিত্রও
আছে ব্যাক্টেরিয়াদের। কিন্তু ভাইরাসদের
যদি জীবিত ধরা যায়, তবে সর্বাধিক গড় প্রাকৃতিক
জনঘনত্ব হবে ব্যাক্টেরিয়োফাজের।

২. হেপাটাইটিস যত প্রকার ভাইরাস দ্বারা সংঘটিত হতে পারে, তারা প্রায় সবাই ভিন্ন ভিন্ন পরিবারের
(Family)। কিন্তু তারা একই ধরণের রোগ ঘটায়।

৩. ব্যাক্টেরিয়ফাজ ভাইরাসকে বিভিন্ন প্রাণীর
ব্যাক্টেরিয়া জনিত রোগের প্রতিকারে ব্যবহার
করা যেতে পারে।

৪. স্পিরূলিনা নামক শৈবাল আর্সেনিক জনিত রোগের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৫. আপনার দেহে যতগুলো আপনার দেহ কোষ আছে, তার
প্রায় ১০ গুন ব্যাক্টেরিয়া আপনার দেহে আছে।

৬. দিন দিন ব্যাক্টেরিয়ার অ্যান্টিবায়োটিক
রোধী বৈশিষ্ঠ্য বেড়েই চলছে।

৭. মোটবডেলা মন্টেজুমা-ই হচ্ছে একমাত্র জোঁক, যা খোলা পানিতে শিকার করে?

৮. খাদ্য নির্বাচনের
ব্যাপারে কোনো প্রজাপতি মাছের কিছু প্রজাতি খুব
বাহানা করে, প্রবাল ছাড়া আর কিছুই খেতে চায় না?

৯. দশ বছর বয়সে, একটি মেয়ের শরীরে একই বয়সের
একটি ছেলের তুলনায় গড় চর্বির পরিমাণ থাকে মাত্র ৫% বেশি, কিন্তু বয়ঃসন্ধির শেষে এসে এই পার্থক্য
হয় ৫০%-এর কাছাকাছি?

১০. কিছু ঝুমঝুমি সাপ আছে যেগুলো ডিম পাড়ার
বদলে সরাসরি বাচ্চা সাপের জন্ম দেয়?
১১. সামান্য কিছু ব্যাক্টেরিয়া এবং ছত্রাক
ছাড়া মৃত সাগরে কোন মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না?

১২. স্যার আইজাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করত
যে প্রিজম নতুন রঙের আলো সৃষ্টি করে?

১৩. শূণ্য একটি জোড় সংখ্যা?

১৪. গড়ে পৃথিবীতে ৩,০০০ প্রজাতির সাপ পাওয়া যায়,
যেখানে মাত্র ১৫% সাপের দংশন মানুষের জন্য বিপজ্জনক?

১৫. মানুষের লৈঙ্গিক পার্থক্য বিষয়ক গবেষণায়
দেখা গেছে যে, প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর
প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্ত কণিকার
পরিমাণ যথাক্রমে প্রায় ৫২ ও ৪৬ লক্ষ?

১৬. ভেসপুলা ফ্লাভিসেপস নামক বোলতার শুককীট জাপানে একটি অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার
হিসেবে স্বীকৃত?

১৭. গবেষণায় দেখা গেছে ডলফিন ও হাতিরাও তাদের
নিজেদের আলাদাভাবে পরিচয় দিতে সাংকেতিক নাম
ব্যবহার করে?

১৮. ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বার্বাডোস দ্বীপে প্রাপ্ত বার্বাডোস থ্রেডসাপ বিশ্বের
সবচেয়ে ক্ষুদ্রতম সাপ?

১৯.আটলান্টিক মহাসাগরের ৮,৩৭০ মিটার
গভীরে প্রাপ্ত অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি এখন
পর্যন্ত সবচেয়ে গভীর জলের মাছ?

২০.ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং নিজেকে ‘সাধারণ অর্থে ধার্মিক নন’
হিসেবে পরিচয় দিয়েছেন?

Source : Wiki
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৬৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক অজানা তথ্য জেনে গেলাম ।খুব ভাল লেগেছে
  • ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩
    --ভালো এমন বিষয় আরো লিখলে অনেকে উপকৃত হবে
  • ২১. হিমালয়ের একটি অঞ্চলে অধিবাসীরা শুধু বায়ুসেবন করে শত শত বছর বেঁচে থাকে!
    খুব ভালো তথ্যবহুল লেখা
  • Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
    কিছুটা জানতাম.....আরও কিছুটা জানলাম, ভাল লাগল
 
Quantcast