www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের সুশীল সমাজব্যবস্থা

. . . সাধারণত যেসব ছেলে প্রথমে প্রথমে একটু একটু নেট
চালানো শিখে ,তাদের ব্রাউজার কিংবা সেটের
অরিজিনিয়াল ওয়েবের হিসটুরিতে কিছু এডাল্ট সাইট
দেখা যায় ...
অনেকেই এইটা দেখে তাদের বেয়াদব কিংবা অন্য কিছুও
আখ্যায়িত করে ... আমি বলব ,না তারা বিয়াদব না ...তবে কেন ?
স্বাভাবিকভাবেই বয়সটা অটোমেটিকালি এমন অবস্থায়
ফেলে দেই ।আর যৌনশিক্ষা খারাপ কিসের ?যদি সেটা হয়
নিয়ন্ত্রিত কিংবা গ্রহণযোগ্য ।
বাংঙালী জাতিরা নিজেকে শোরূম ভাবে আর
অন্যকে ভাবে চায়ের দোকান । আমরা যখন প্রাণীবিজ্ঞানে পড়ি ...ভেঙে কিছু বলতে চাই না ...
তখন উচ্চ চুচীলরা বলে এরা তো উচ্চ শ্রেণীতে পড়তেছে ...
আরে চুচিল ,
বয়স হচ্ছে এমন একটা জিনিস যা নিজ
অবস্থাকে অটোমেটিকালিই সরিয়ে দিতে চাই ..হেইডা বুঝস
না 15 থেইকা 19 বছরের কোন ছেলে স্বাভাবিকভাবেই যেকোন
নারীর প্রতি আকর্ষিত হবেই হৌক
সরাসরি প্রেমে কিংবা গোপন প্রেমে ... আকর্ষিত বলতে আমি পিজিক্যাল বুঝাই নি ।

প্রত্যেক মাবাবারই উচিত প্রত্যেক সন্তানকে যেন বয়সানুপাতে স্বাধীনতা দেবার ,না হয় ছেলেটি খারাপ পথ বেচে নিতে একপাও দ্বিধাবোধ করবে না ।
মানছি সব বাবা মা রাই ছেলেদের ভালো করতে চাই তাই বলে তাকে অন্ধের মত পৃথিবীটাকেও উপভোগ করতে দিবে না ।
অনেক মাবাবা আছে ফোনে কথা শেষ করার পর নানান কথা বলে ,তারা ভাবে আমি মেয়ের পাল্লায় পড়েছি ।
একটু বাহিরে গেলে ভাবে সিগারেট খেতে যাচ্ছি ,এইসব অতিরিক্ত শাসন ছেলেকে খারাপের দিকে নিয়ে যাই ,
যার যার স্বাধীনতার মধ্য দিয়ে সন্তানকে লালন পালন করলে সেই হবে সেরাদের সেরা সন্তান ।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৬৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাদিক এমন এঅটা লেখা আমার আছে পরে পোষ্ট দিব
  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    হয়ত ঠিক বলছেন অতিরিক্ত শাসন করা উচিত নয়
 
Quantcast