www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমায় মনে রাখতে নেই

আমি চাইনা কারো পথের কাঁটা হয়ে দাঁড়াতে ,

আমি চাইনা কারো বন্ধুত্বের আহবানে সাঁড়া দিতে ,

আমার যে কোন গুণাগুণ নেই ,

আমার যে বন্ধু হবার কোন ক্ষমতা নেই ।


কাউকে বলতে পারি না ,সয়তেও পারি না ,

বুঝাতে পারি নি ,নিরবেই নিজেকে সহে যেতে হয় ।

আমায় তোমরা ভুলে যেও ,

আমার নামটা মুছে দিও ,

অপবিত্র এ আমার নামখানা ,

অপবিত্র এ দেহখানাকে মনে রাখতে নেই ।

আমি যে গরীব ,আমার মন যে ছোট ,

আমি যে হিংসুক ,আমি যে ঘৃণীত ,

আমায় মনে রাখতে নেই ।

আমি চাই একাকী বাঁচতে ,
চাই দুখ আর একাকী পাগলের মত হাসতে ।
মনে পাপ জমবে ,কলুষিত হবে তোমার বন্ধুত্বের পরিবার ,
আমার খবরাখবর রাখতে নেই ,
আমি যে বেহায়া ,বিরঙ্গনার ছেলে ,চাষীর ছেলে ,
আমি যে অত্যন্ত ছোট লোক ,
আমায় মনে রাখতে নেই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast