www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হাসি একটির সাথে তিনটি ফ্রী

1# চাকর আর অফিসের বস

অফিসের বস - আবুল সাহেব ,আপনি নাকি অফিসে ঘুমিয়েছিলেন ? ঘটনা কি ?

আবুল সাহেব - স্যার কাল সারারাত কারেন্ট ছিল না ?? কাজের জন্য সারারার ঘুমাতে পারি নি !!

অফিসের বস - কারেন্ট না থাকলে কি কাজ ? ফাইজলামি কর আমার সাথে ?

আবুল সাহেব - স্যার ,আমার বৌ আবার বাতাস ছাড়া ঘুমাতে পারে নাতো ,সেজন্য কাল সারারাত জেগে থেকে বাতাস করেছি স্যার !
<><><><><><><><><><><><><><><><>
2# শিক্ষক আর ফেল্টু

শিক্ষক - এই বলতো ,তুমি আজ ক্লাসে কথা বলছো কেনো ? সবসময় মাথা নিচু করে আমার লেকচার মনোযোগ দিয়ে শোন ! কিন্তু আজ কি হল তোমার ...???

ফেল্টু - আসলে স্যার ;আজ ইন্টারনেটের প্যাকেজটা শেষ হয়ে গেছে তো তাই !
<><><><><><><><><><><><><><><><>
3# বাবা আর ছেলে

ক্লাস টুর এক ছেলে ,পড়ার সময় ক্লাশওয়ার্কের খাতা তার বাবা দেখলো দেখে যে খাতা সাদা ,কিছুই নেই খাতাতে ।

বাবা - কিরে তোমার ক্লাসওয়ার্ক এর খাতা খালি কেন ?এখানে কোন লিখা দেখছি না যে ?
ছেলে - বাবা ,আমাদের স্যার যা লিখে দিছে ,তা লিখার পর তিনি আবার তা মুছে দিয়েছিলেন ডাস্টার্ড দিয়ে ,আমিও তাই ইরেজার দিয়ে যাই লিখেছে তা মুছে ফেলেছি !
<><><><><><><><><><><><><><><><>
4# ডাক্তার ফেল্টু আর রোগী

ফেল্টু নতুন এক হাসপাতালে ডাক্তার হিসেবে নিয়োজিত হলো ।ফেল্টু একটা ফুলের মালা হাতে নিয়ে এক রোগীর অপারেশান করতে ডুকছে ।
মালা দেখে রোগীর প্রশ্ন ..

রোগী : অপারেশানের সময় মালা লাগে নাকি ? ফুলের মালা কিসের জন্য !

ডাক্তার ফেল্টু - এইটা আমার ডাক্তারী জীবনের প্রথম অপারেশান !
যদি সাকসেস হয় তাহলে এই ফুলের মালা আমার জন্য ,
আর যদি না হয় তাহলে এই মালা তোমার জন্য ।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৫৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাহাহা>>> হাহাহা>>>
  • আবারো পড়লাম
  • চমৎকার----------
  • হোহোহো
  • আজাদ আলী ২৯/০৯/২০১৭
    Super comedy.
  • ভালো কৌতুক.................
  • বেশ মজা পেলাম
  • সহিদুল হক ২৫/০৯/২০১৩
    বেশ লাগলো।
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    :) :D

    ২য় লাইনে আবুল সাহেব বোধহয় সারারাত বলতে চেয়েছিলেন, একটু দেখে নিন ।
  • হা হা হা আরও চাই
  • আজ মনটা খারাপ । পড়ে ভাল লাগল বিশেষ করে ফেল্টুর দুইটা
    • ওয়াহিদ ২৫/০৯/২০১৩
      Apnake Kushi kOrte parlam ta jene nijeke ektu halka lagche ......

      Felto হাহা
      আমার সব জোকস এই ফেল্টু থাকবে ,এইটা একটা চরিত্র করতে চেষ্টা করছি ......

      দোয়া করবেন ....
  • ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩
    --হা হা হা ভালো ভালো--
 
Quantcast