কর্মঠ শ্বাস
মিষ্টি রোদের শিরি শিরি হাওয়া শীত শীত লাগে
উষ্ণ থেকে উত্তাপ শুরু ত্যাগ বস্ত্র শরীর।
ক্রমে ক্রমে ঘামবর্ষণে হয়ে যায় নিস্তেজ
বৃক্ষের ছায়ায় ক্লান্তির রেশ জোরে জোরে নিশ্বাস।
তৃষ্ণার তরে ঠান্ডা পানির কলসি সামনে লয়
গলা ভিজিয়ে মৃদু হাসি ঢক ঢক ঢক।
ভাওয়াল গানে পুনরায় শুরু কর্ম উদ্যম
কাদামাটি মেখে করছে কাজ ক্ষণে ক্ষণে দুপুর।
বৃক্ষের তলায় গামছা বিছিয়ে বসে যায় একত্রে
হাত মুখ ধুয়ে গল্পের তালে আরম্ভ খাবার।
খাবার শেষে মুচকি হেসে মন তৃপ্তি শুকরিয়া
এ যেন চরম কর্মঠ শ্বাস নেই কোন আত্মবাদ।
উষ্ণ থেকে উত্তাপ শুরু ত্যাগ বস্ত্র শরীর।
ক্রমে ক্রমে ঘামবর্ষণে হয়ে যায় নিস্তেজ
বৃক্ষের ছায়ায় ক্লান্তির রেশ জোরে জোরে নিশ্বাস।
তৃষ্ণার তরে ঠান্ডা পানির কলসি সামনে লয়
গলা ভিজিয়ে মৃদু হাসি ঢক ঢক ঢক।
ভাওয়াল গানে পুনরায় শুরু কর্ম উদ্যম
কাদামাটি মেখে করছে কাজ ক্ষণে ক্ষণে দুপুর।
বৃক্ষের তলায় গামছা বিছিয়ে বসে যায় একত্রে
হাত মুখ ধুয়ে গল্পের তালে আরম্ভ খাবার।
খাবার শেষে মুচকি হেসে মন তৃপ্তি শুকরিয়া
এ যেন চরম কর্মঠ শ্বাস নেই কোন আত্মবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত কুমার ঘোষ ২৬/০১/২০১৭সুন্দর !
-
প্রশান্ত কুমার ঘোষ ২৬/০১/২০১৭সুন্দর