www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শান্তির দীন

নিমগাছী,ধুনট,বগুড়া
মানব দেখায় শুরুতেই সালাম,উভয়ই মুচকি হাসি
কুশল বিনিময় হাত মুসাফাহায়,সন্তোষ অতি খুশি।
সূর্য উদয়ের পূর্বে সালাহ শেষ প্রহরেও তাই
পাঁচ ওয়াক্ত সালাহ আদায়ে,মন শান্তি রয়।
শুক্রবারে জুম্মার সালাহ অগ্রে প্রস্তুতি
ধোয়া জামা সাথে আতর, মাথায় দিয়ে টুপি।
অপেক্ষার প্রহর কাটিয়ে পায় মাহে-রমজান
হরেক বাজার ফলমূল সাথে তৃপ্তির ইফতার।
এশার সালাহ হাসিখুশি মুখ আদায়ে তারাবীহ
বরকতময় বিস্তর নেকী চায় না অপব্যয়।
শান্তির দীনে উৎসবমুখর ঈদ উল ফিতর
ঈদে মোলাকাত মৃদহাসি ভরে যায় অন্তর।
দেহ কোলাকুলি কত বলাবলি অতীত,বর্তমান
ছোটদের স্নেহ বন্ধুদের বন্ধুত্ব বড়দের সম্মান।
দিন সপ্তাহ মাস পেরিয়ে আসে খুশির দিন
গরু ছাগল মহিষ জবেহ করে পূর্ণের চেষ্টা ঋণ।
ঈদ উল আযহায় গোস্ত খাবার তৃপ্ত হয় বেশ
গরীব ধনী আর মধ্যবিত্ব নেই কোন ভেদাভেদ।
https://www.facebook.com/groups/1249253151814644

লেখক পরিচয়:
স্যাম্পল এবং ক্যাড সেকশন প্রধান
এইচ,ডি,এফ এ্যাপারেল্স লিঃ
জৈনাবাজার,তেলিহাতী,শ্রীপুর,গাজীপুর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৩/০১/২০১৭
    দারুন একটা শিক্ষণীয়
    কবিতায় মুগ্ধ হলাম প্রিয়।
  • ভালো। তবে কতিপয় বানান ভুল আছে। শুভেচ্ছা।
 
Quantcast