সময়ের কদর
নিমগাছী, ধুনট, বগুড়া
টিক টিক ঘড়ি চলে থেমেতো থাকে না
যেই দিন চলে যায় ফিরে আর আসেনা
অতিতে হারিয়েছি যাহা ফিরে কি পাব তাহা ?
সময়ের কাজ তাই সময়েই করতে হয়
তাহা না হলে জীবনে নেমে আসে পরাজয়
ভোরের পাখির গুঞ্জনে ঘুম ভাঙ্গার আশা
কখনো করবোনা মোরা এমন প্রত্যাশা
আজানের ধ্বনিতেই হৌক ঘুম প্রত্যাহার
শুপ্রভাত বাংলায় আমাদের কার্যকলাপ
পাখির গুঞ্জনে নয় মোয়াজ্জেমের কণ্ঠস্বরে
ফজরের সালাতেই হবে কতিপয় রোগ নিরাময়
অলস অবোধ যারা কর্ম করেনা তারা
বসে বসে ঝিমাই শুধু করে পরচর্চা
সময় নিলীন হলে অন্তিম সন্ধ্যায়
বিস্তর দুর্দশায় কেটে যায় দিবারাত্র
সময়ের কাজ তাই সময়েই করতে হয়
তাহা না হলে জীবনে নেমে আসে পরাজয়
লেখক পরিচয়:
স্যাম্পল এবং ক্যাড সেকশন প্রধান
এইচ,ডি,এফ এ্যাপারেল্স লিঃ
জৈনাবাজার,তেলিহাতী,শ্রীপুর,গাজীপুর ।
https://www.facebook.com/groups/1249253151814644
টিক টিক ঘড়ি চলে থেমেতো থাকে না
যেই দিন চলে যায় ফিরে আর আসেনা
অতিতে হারিয়েছি যাহা ফিরে কি পাব তাহা ?
সময়ের কাজ তাই সময়েই করতে হয়
তাহা না হলে জীবনে নেমে আসে পরাজয়
ভোরের পাখির গুঞ্জনে ঘুম ভাঙ্গার আশা
কখনো করবোনা মোরা এমন প্রত্যাশা
আজানের ধ্বনিতেই হৌক ঘুম প্রত্যাহার
শুপ্রভাত বাংলায় আমাদের কার্যকলাপ
পাখির গুঞ্জনে নয় মোয়াজ্জেমের কণ্ঠস্বরে
ফজরের সালাতেই হবে কতিপয় রোগ নিরাময়
অলস অবোধ যারা কর্ম করেনা তারা
বসে বসে ঝিমাই শুধু করে পরচর্চা
সময় নিলীন হলে অন্তিম সন্ধ্যায়
বিস্তর দুর্দশায় কেটে যায় দিবারাত্র
সময়ের কাজ তাই সময়েই করতে হয়
তাহা না হলে জীবনে নেমে আসে পরাজয়
লেখক পরিচয়:
স্যাম্পল এবং ক্যাড সেকশন প্রধান
এইচ,ডি,এফ এ্যাপারেল্স লিঃ
জৈনাবাজার,তেলিহাতী,শ্রীপুর,গাজীপুর ।
https://www.facebook.com/groups/1249253151814644
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১২/২০১৬চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন কবি। ভাল লিখুন সবসময় ভাল থাকুন।