রাজনীতির অভিশাপ
রাজনীতি এখন গণতন্ত্রের পাখা মেলতে চায়
হিসাব বহির্ভুত খাতা অনেক আইন সভার বাইরে
আত্মহত্যার চেয়ে মৃত্যু বরণ সম্মানের
তাই রাষ্ট্র এখন পথ অবরোধে মত্ত
শোষণের হাতি ঘুরছে গ্রামে শহরে বাজারে।
শরীরের চারদিকে ক্ষতচিহ্ন- মৃত্যুর উপসর্গ
কঠিন রোগে শয্যাশায়ী তবু ভোগ বিলাস
অত্যাচার দূর্নীতির পাহাড় পর্বত হিমালয়
গণতন্ত্রের নামাবলি গায়ে পাঁচ বছরে একবার ।
গণসেবার মন্দিরে রাজভক্তের রক্তাক্ত বরণডালা
রাজপথে বিছানো গণতন্ত্রের পতাকায় স্বজনপোষণ
রক্তিম অভ্যর্থনায় সজ্জিত বিচারের কাঠগড়া
জনগণ বিচার প্রার্থী শ্বাস রূদ্ধ আইনসভায়।
আইনের নামে আইনের বদনামি –তবূ উস্কানি
আইন চলবে আইনের পথে – শুধু ভন্ডামি
জানে সবাই-চাষের কাজ ছাগলে হয় না
তবু ছাগলই চাই উন্নত চাষের-সমাজের হয়রানি।
দেশ চলছে গৌরী সেনের টাকায়-ভগবান ভরসায়
নেতার শরীরি ভাষা-সব তার বংশগত,
মাথায় দূর্নীতির-মাছ আইনের-শাকে ঢাকা ঝাঁকা
সরকার আবড়াচ্ছে দিবারাত্র গণতাণ্ত্রিক স্ত্রোত্র।
বাঁচার জন্যে রাজনীতি নেতাদের নইলে বিলাপ
জনগণের ভাগ্যে বিধাতার নিদান রাজনীতির অভিশাপ।
হিসাব বহির্ভুত খাতা অনেক আইন সভার বাইরে
আত্মহত্যার চেয়ে মৃত্যু বরণ সম্মানের
তাই রাষ্ট্র এখন পথ অবরোধে মত্ত
শোষণের হাতি ঘুরছে গ্রামে শহরে বাজারে।
শরীরের চারদিকে ক্ষতচিহ্ন- মৃত্যুর উপসর্গ
কঠিন রোগে শয্যাশায়ী তবু ভোগ বিলাস
অত্যাচার দূর্নীতির পাহাড় পর্বত হিমালয়
গণতন্ত্রের নামাবলি গায়ে পাঁচ বছরে একবার ।
গণসেবার মন্দিরে রাজভক্তের রক্তাক্ত বরণডালা
রাজপথে বিছানো গণতন্ত্রের পতাকায় স্বজনপোষণ
রক্তিম অভ্যর্থনায় সজ্জিত বিচারের কাঠগড়া
জনগণ বিচার প্রার্থী শ্বাস রূদ্ধ আইনসভায়।
আইনের নামে আইনের বদনামি –তবূ উস্কানি
আইন চলবে আইনের পথে – শুধু ভন্ডামি
জানে সবাই-চাষের কাজ ছাগলে হয় না
তবু ছাগলই চাই উন্নত চাষের-সমাজের হয়রানি।
দেশ চলছে গৌরী সেনের টাকায়-ভগবান ভরসায়
নেতার শরীরি ভাষা-সব তার বংশগত,
মাথায় দূর্নীতির-মাছ আইনের-শাকে ঢাকা ঝাঁকা
সরকার আবড়াচ্ছে দিবারাত্র গণতাণ্ত্রিক স্ত্রোত্র।
বাঁচার জন্যে রাজনীতি নেতাদের নইলে বিলাপ
জনগণের ভাগ্যে বিধাতার নিদান রাজনীতির অভিশাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৮/২০২২রাজনীতির খেলা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৮/২০২২চমৎকার
-
ফয়জুল মহী ২১/০৮/২০২২কবিতা নিয়ে কবির সব ভাবনার বর্ণনা। সুন্দর নিবেদন।