মহামারী
ধ্বংসের বিঞ্জাপন হাতে
রাস্তায় দাড়িয়ে আছো
নির্মম কঠোর মমতায়,
চিকিৎসার বিছানায় শুয়ে
ধ্বংসের লীলা বাজছে কানে
মৃত্যু মিছিলের নিস্তব্ধতায়।
দেশে দেশে মৃত্যুর হাহাকার
জীবনের দীপ শশ্মানে বা কবরে
নিশ্চিত করেছ অবহেলায,
আপন ছাড়া ভাবার অবসর
অশ্রু ভাসে বাধাহীন বন্যায়।
তবুও জীবন চলমান জাহাজ
ধ্বংসের সমুদ্রে দিশাহীন নাবিক
মৃত্যুতেও থামতে যেন মানা,
রাজা প্রজা বেশামাল দেশ
মৃত্যুই যখন ভবিতব্য ধরণীতে
সব ভুলে জাগাও জীবন-ভাবনা।
জয়ই হোক জীবনের সাধ
মহামারী নয় শাশ্বত ভয়,
জীবনই ঘোচাবে ভয়ের অপবাদ
করো জীবনকে জীবনের জয়।
রাস্তায় দাড়িয়ে আছো
নির্মম কঠোর মমতায়,
চিকিৎসার বিছানায় শুয়ে
ধ্বংসের লীলা বাজছে কানে
মৃত্যু মিছিলের নিস্তব্ধতায়।
দেশে দেশে মৃত্যুর হাহাকার
জীবনের দীপ শশ্মানে বা কবরে
নিশ্চিত করেছ অবহেলায,
আপন ছাড়া ভাবার অবসর
অশ্রু ভাসে বাধাহীন বন্যায়।
তবুও জীবন চলমান জাহাজ
ধ্বংসের সমুদ্রে দিশাহীন নাবিক
মৃত্যুতেও থামতে যেন মানা,
রাজা প্রজা বেশামাল দেশ
মৃত্যুই যখন ভবিতব্য ধরণীতে
সব ভুলে জাগাও জীবন-ভাবনা।
জয়ই হোক জীবনের সাধ
মহামারী নয় শাশ্বত ভয়,
জীবনই ঘোচাবে ভয়ের অপবাদ
করো জীবনকে জীবনের জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ২৭/০৫/২০২০সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০৫/২০২০অসাধারণ কবি অসাধারণ....
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০৫/২০২০অসাধারন
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৫/২০২০হে করোনা মহামরী
তোমার সাথে আঁড়ি। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৫/২০২০বাস্তব চিত্র।
-
ফয়জুল মহী ২৫/০৫/২০২০নিখুঁত প্রকাশ।