করোণার অহংকার
বড়ই অসময়ে নতজানু
ঘোষিত আত্মপ্রকাশে,
অকাল মৃত্যুর শংকায়
পেয়েছি তোমাকে আভাষে।
দাপটে বিশ্বের মৃত্যু-মিছিল
নিচ্ছ বেঁধে আঁচল পেতে,
ঘরে হাসপাতালের দ্বারে
ধ্বংসের উৎসব উঠেছে মেতে।
একদিন তোমাকে ফিরতে হবে
অহংকার-হীন দেহ নিয়ে,
মানব তোমাকেই করবে বন্ধু
বিজ্ঞানের সভ্যতা দিয়ে।
বাতাস ও আকাশের নীল
আবার লাগবে অগাধ চেনা,
বরফের পিঠে পাহাড়ের ঢেউ
সূর্য ঘেঁষে সবুজের আনাগোনা।
পাশে বয়ে যাওয়া সেই নদী
দেবে কল্লোলিনীর হাতছানি,
শশীর কিরণ স্রোতের বুকে
ভুলেই যাবো মৃত্যুর বাণী।
সব অতিথির পাশ ঘেসে
এলে অচেনা নূতন অতিথি,
তোমাকে মানিয়ে নিতে সংসারে
আমাদের হবে নাকো ক্ষতি।
ঘোষিত আত্মপ্রকাশে,
অকাল মৃত্যুর শংকায়
পেয়েছি তোমাকে আভাষে।
দাপটে বিশ্বের মৃত্যু-মিছিল
নিচ্ছ বেঁধে আঁচল পেতে,
ঘরে হাসপাতালের দ্বারে
ধ্বংসের উৎসব উঠেছে মেতে।
একদিন তোমাকে ফিরতে হবে
অহংকার-হীন দেহ নিয়ে,
মানব তোমাকেই করবে বন্ধু
বিজ্ঞানের সভ্যতা দিয়ে।
বাতাস ও আকাশের নীল
আবার লাগবে অগাধ চেনা,
বরফের পিঠে পাহাড়ের ঢেউ
সূর্য ঘেঁষে সবুজের আনাগোনা।
পাশে বয়ে যাওয়া সেই নদী
দেবে কল্লোলিনীর হাতছানি,
শশীর কিরণ স্রোতের বুকে
ভুলেই যাবো মৃত্যুর বাণী।
সব অতিথির পাশ ঘেসে
এলে অচেনা নূতন অতিথি,
তোমাকে মানিয়ে নিতে সংসারে
আমাদের হবে নাকো ক্ষতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিবগাতুর রহমান ১৮/০৫/২০২০অনেক সুন্দর লিখেছেন কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০৫/২০২০Beautiful.
-
ফয়জুল মহী ১৭/০৫/২০২০Good
-
রহমতুল্লাহ লিখন ১৭/০৫/২০২০অসাধারন লিখনী
-
কে এম শাহ্ রিয়ার ১৭/০৫/২০২০অপুর্ব লেখনী। একরাশ ভালোলাগা সুপ্রিয় অগ্রজ!
-
শ্রীমান দে ১৭/০৫/২০২০খুব সুন্দর। ভালো থাকবেন।