www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজনীতির নাবিক

রাজনীতির নাবিক

মহা সংকটে রাজধানীর বাতাস-
মানুষের নয় বাহনেরও মুখে ছাঁকনি,
রাজনীতির আড়ালে আইন হামাগুড়ি দিচ্ছে
প্রশাসনের টেবিলের নিচে -বাঁচার সর্ত
কামারের হাফরে বাঁচার ফুসফুস।

দুষণ-মুক্ত বাতাসের পলি প্যাকেট
বাজারে আসার হাতছানি হোয়াটসএ্যপে,
জনগণের বাঁচার ইতিহাস লিখবে রাজনীতি
আপন হিংহাসনে দুষণের ছোবল
মানব শোষণের লোভে জাতির মৃত্যু।

তবুও ওরা রাজা - প্রজার হিতে
মানব-মন্দিরের প্রসাদ ভক্ষণে সিদ্ধহস্ত,
দেশের পূজারির পৈতের গুণে
দেশের প্রায় সব উপকরণ নিজের ঝোলায়।
শুদ্ধ বাতাস নিয়ে পড়সির গালাগালি
অন্যায়ের সমালোচনা লাগে না গায়,
মন্দির নয় পূজারী শুধু চাল-কলা চায়।

শুধু ধিক্ নয়! শত নমষ্কার-
দেশ চালনায় তোমাদেরই অধিকার
তোমরাই জানো টুপিটা
কোন মাথায় মানবে ঠিক
তোমরাই পেশাদার ফুটো জাহাজের
দূর্নিবার সমুদ্রে রাজনীতির নাবিক।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast