দেশ
তবু বলি ধন্য তুমি !
দুর্ভাগা মোর দেশ
তুমি ছাড়া সবাই বলে
তুমি নাকি নিরপেক্ষ -
আছোই ভালো আছো বেশ।
দুর্ভাগ্য তোমার সন্তান ভাগ্য
চায় না সুখে রাখতে -তোমারই সন্তান
বিদেশি ভাই আসবে থাকবে সংসারে
আইনের বিঞ্জাপণ দেশ থেকে বিদেশে
উদারতার বুকে আনতে হবে পৌষের মেলা
দেশে হবে উৎপীড়িতের ক্রন্দন রোল
ভাই বলে টানতে হবে বুকে ধর্মের লেজ
কেঁদে কেঁদে বলতে হবে ভালোবাসার বোল।
তবু বলি ধন্য তুমি !
দুর্ভাগা মোর দেশ
তুমি নাকি নিরপেক্ষ -
আছোই ভালো আছো বেশ।
সংসারে সবই বাড়ন্ত -নেই তার অন্ত
তবু আদর আপ্যয়নে গর্বের নেই শেষ
উদারতার আকাশে মানবিকতার নিশান,
ধর্মের আকুতি কান্নায় খায় লুটোপুটি
আইনের নামে পিশাচের ঘৃণা -দ্বেষ
দেশময় শঙ্কা আশঙ্কার ধূমায়িত রেষ।
তবু বলি ধন্য তুমি!
দুর্ভাগা মোর দেশ
তুমি নাকি নিরপেক্ষ -
আছোই ভালো আছো বেশ।
দুর্ভাগা মোর দেশ
তুমি ছাড়া সবাই বলে
তুমি নাকি নিরপেক্ষ -
আছোই ভালো আছো বেশ।
দুর্ভাগ্য তোমার সন্তান ভাগ্য
চায় না সুখে রাখতে -তোমারই সন্তান
বিদেশি ভাই আসবে থাকবে সংসারে
আইনের বিঞ্জাপণ দেশ থেকে বিদেশে
উদারতার বুকে আনতে হবে পৌষের মেলা
দেশে হবে উৎপীড়িতের ক্রন্দন রোল
ভাই বলে টানতে হবে বুকে ধর্মের লেজ
কেঁদে কেঁদে বলতে হবে ভালোবাসার বোল।
তবু বলি ধন্য তুমি !
দুর্ভাগা মোর দেশ
তুমি নাকি নিরপেক্ষ -
আছোই ভালো আছো বেশ।
সংসারে সবই বাড়ন্ত -নেই তার অন্ত
তবু আদর আপ্যয়নে গর্বের নেই শেষ
উদারতার আকাশে মানবিকতার নিশান,
ধর্মের আকুতি কান্নায় খায় লুটোপুটি
আইনের নামে পিশাচের ঘৃণা -দ্বেষ
দেশময় শঙ্কা আশঙ্কার ধূমায়িত রেষ।
তবু বলি ধন্য তুমি!
দুর্ভাগা মোর দেশ
তুমি নাকি নিরপেক্ষ -
আছোই ভালো আছো বেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৯/০২/২০২০দেশপ্রেম সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০২/২০২০সুন্দর উপস্থাপনা।
-
পি পি আলী আকবর ২৮/০২/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২৮/০২/২০২০মনোরম লেখা।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০২/২০২০সুন্দর প্রকাশ ।