বাঁচার অধিকার
দেশের এ বিচিত্র ফরমান!
অধিকার আছে সবার
তবু তুমি অন্ন বস্ত্র গৃহ হীন
শিক্ষা কর্মহীন দারিদ্রের দীন,
মরতে গিয়ে যদি না হও মৃত
আত্মহত্যায় - জীবন জেলখানায়
বাঁচার আইনে তুমি অনাহুত।
আছে সব তবু নেই অধিকার
মুচকি হাসে নির্বাচনী ইস্তাহার,
যত না গরীবের দায় তার
ধনীর ঘরে চোরের মতো হামাগুড়ি
দিচ্ছে পাহাড়াদার অর্থভান্ডার।
বিচিত্র এই দেশ -শাসনের পূজারী !
রাজনীতির তপস্যায় জীবন দান
শোষণ -শাসনের প্রতিযোগিতা
তবুও বিজ্ঞাপনের আকাশ আচ্ছাদিত
দীন নাগরিকের ম্লান মিছিলে
শুকনো হাসির মেলা উৎসবের যৌতুক।
অদ্ভুত দেশের নাগরিক ভালোবাসা !
বাঁচার অধিকার আছে মরার নয়-
দেশ দেবে না খেতে দেবেনা মরতে
বাঁচতে হবে যন্ত্রণায় দীনের অধিকারে,
সরকারি অধিকার রাজনীতির কাব্য
নীতি ছাড়া কাহিনি দেশের অশ্রাব্য।
জন্ম হলেই মৃত্যু হবে এ তো কাহিনি
চাইতে হবে তোমাকে“বাঁচার অধিকার” –
ভেবো না জীবনের লটারী পাবে
দেবে না দেশসেবকের বাহিনী।
অধিকার আছে সবার
তবু তুমি অন্ন বস্ত্র গৃহ হীন
শিক্ষা কর্মহীন দারিদ্রের দীন,
মরতে গিয়ে যদি না হও মৃত
আত্মহত্যায় - জীবন জেলখানায়
বাঁচার আইনে তুমি অনাহুত।
আছে সব তবু নেই অধিকার
মুচকি হাসে নির্বাচনী ইস্তাহার,
যত না গরীবের দায় তার
ধনীর ঘরে চোরের মতো হামাগুড়ি
দিচ্ছে পাহাড়াদার অর্থভান্ডার।
বিচিত্র এই দেশ -শাসনের পূজারী !
রাজনীতির তপস্যায় জীবন দান
শোষণ -শাসনের প্রতিযোগিতা
তবুও বিজ্ঞাপনের আকাশ আচ্ছাদিত
দীন নাগরিকের ম্লান মিছিলে
শুকনো হাসির মেলা উৎসবের যৌতুক।
অদ্ভুত দেশের নাগরিক ভালোবাসা !
বাঁচার অধিকার আছে মরার নয়-
দেশ দেবে না খেতে দেবেনা মরতে
বাঁচতে হবে যন্ত্রণায় দীনের অধিকারে,
সরকারি অধিকার রাজনীতির কাব্য
নীতি ছাড়া কাহিনি দেশের অশ্রাব্য।
জন্ম হলেই মৃত্যু হবে এ তো কাহিনি
চাইতে হবে তোমাকে“বাঁচার অধিকার” –
ভেবো না জীবনের লটারী পাবে
দেবে না দেশসেবকের বাহিনী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২০/০১/২০২০বাঃ
-
সফিউল্লাহ আনসারী ১৯/০১/২০২০সময়ের কথা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০১/২০২০নাইস