www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেতা

চোখে ঘুম নেই
নেতারা কাঁদছে জনগণের সেবায়,
ক্লান্তি হীন চেষ্টা হামাগুড়ি দিচ্ছে
শোষণের চত্বরে,
শান্তি হীন জীবন সঙ্গে
তবুও ছুটছে অক্লান্ত সম্পদের আশায়।

জীবন জানা নেই -ভোগ ভালই জানা
দুঃখীর অশ্রু জল মনে দিচ্ছে হানা,
তবুও দুরন্ত রাণার মতো
আপোষহীন সংগ্রাম
দীনের ধন চুরিতে নেই কোন মানা,
আইনের রক্ষক-ভক্ষক অহেতুক ফেলছে
অনাবশ্যক অশ্রুজল।

নিত্য সন্ধাবাতির মতো
সাজানো শোষণ দিনের অন্ধকারে
জ্বলছে নিবছে অবিরত দীনের সংসারে,
সরকারি খয়রাতি -খাতার গরমিলে
দীনের কমছে ধনীর বাড়ছে সম্পদ
জীবনের লড়াই বাঁচার রসদ ।

পৃথিবীর ইতিহাস শোষক শোষণের বাতাসে
দূষণের মরচে সমাজের সারা গায়ে চিরদিন
কুষ্ঠের মতো অম্লান নিঃশব্দ সব নেতা
বেঁচে আছে দূর্নীতি আইনের আবাসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast