শরণার্থী
পূথিবীর আকাশের নীচে
হে রাষ্ট্রের রাজনীতি!
পাহাড়ের পাদদেশে বিস্ময় শেষে
কোন নদীকে প্রশ্ন করেছো কী?
কখনো? কোথায় থেকে আসছ?
কোথায় যাবে?
তবে কেন শুধু-
অধিবাসীর উত্তর চাও!
সদ্য ঠিকানাহীন বিতাড়িত
দু-পায়া মনুষ্য-জাতির
অন্ধকারাচ্ছন্ন বিবেককে
উত্তর দিতে হবে
শরণার্থীর নামাবলি পরে
নাগরিকের পরিচয়?
দেশ মহাদেশ সীমাহীন স্থলে
আপন বাসভূমি ভুলে
উদ্বাস্তুর নামে -
শরণার্থীর কারখানায়
রাজনীতির সুড়ঙ্গে পান্ডব ধ্বংস ।
নিঃসহায় মানবের বধ্যভুমিতে
তোমার রাজোচিত চেতনা
বাস্তবিক বেঁচে আছে লজ্জার শৃঙ্খলে ।
সব কিছু থেকেও হঠাৎই নিঃস্ব
রাষ্ট্রনীতির খেয়ালে –
উলঙ্গ তোমার রাজত্ব,
রাষ্ট্রীয় মর্যাদার বিনিময়ে
বিশ্ব-রাজনীতির দরবারে
উলঙ্গ তোমার বিবেক
বিচারকের আসনে-
সম্মুখে বিচারাধীন শরণার্থী ।
হে রাষ্ট্রের রাজনীতি!
পাহাড়ের পাদদেশে বিস্ময় শেষে
কোন নদীকে প্রশ্ন করেছো কী?
কখনো? কোথায় থেকে আসছ?
কোথায় যাবে?
তবে কেন শুধু-
অধিবাসীর উত্তর চাও!
সদ্য ঠিকানাহীন বিতাড়িত
দু-পায়া মনুষ্য-জাতির
অন্ধকারাচ্ছন্ন বিবেককে
উত্তর দিতে হবে
শরণার্থীর নামাবলি পরে
নাগরিকের পরিচয়?
দেশ মহাদেশ সীমাহীন স্থলে
আপন বাসভূমি ভুলে
উদ্বাস্তুর নামে -
শরণার্থীর কারখানায়
রাজনীতির সুড়ঙ্গে পান্ডব ধ্বংস ।
নিঃসহায় মানবের বধ্যভুমিতে
তোমার রাজোচিত চেতনা
বাস্তবিক বেঁচে আছে লজ্জার শৃঙ্খলে ।
সব কিছু থেকেও হঠাৎই নিঃস্ব
রাষ্ট্রনীতির খেয়ালে –
উলঙ্গ তোমার রাজত্ব,
রাষ্ট্রীয় মর্যাদার বিনিময়ে
বিশ্ব-রাজনীতির দরবারে
উলঙ্গ তোমার বিবেক
বিচারকের আসনে-
সম্মুখে বিচারাধীন শরণার্থী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৪/০৪/২০১৯ভালো হয়েছে
-
সোহেল রানা আশিক ২২/০২/২০১৯মনোমুগ্ধকর
-
সাইয়িদ রফিকুল হক ২০/০২/২০১৯ভালো।