www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অজানা শপথ

আমি তো বাঁধিনি
হৃদয়ের কাছে
তোমার কোন শপথ.
চলার অসীম নেশা
করেনি আপোষ
কাঁদেনি মৃত্যুর পথ ।
বহুদিন ভুলে গেছি
আপন করার মন্ত্র
না-বাঁধা সুরের তান.
যত ভুলে যেতে চাই
স্মৃতি আগলে রাখে
অতিতের অবসান ।

বাঁধিব বাঁধিব না বলে
বেঁধেছ অন্তরে বহুদূরে
শত গুণ জোরে.
ছাড়িব বলে এখনি
অন্তরে কাঁদিছ
আপনার কোরে ।
মুক্তি কোথায় অন্তরে-বাহিরে
ভালোবাসা নেই শপথের পাশে
তবু তাকে ধরে রাখো
প্রেমের কাছে উদাসে ।

নয়গো এ শপথ ভালোবাসার পথ
ফিরতে হবে আপনার কাছে
প্রেম যাবে ভুলে অজানা শপথ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast