আষাঢ়ের বিরহ
ঘন বাদল ভরা বৃষ্টি ঘেরা
আষাঢ়ের প্রথম দিনে,
ভরছে বধূর মন এমন দিনে
প্রিয়হীন অভিমানে ।
একাকিনী বাতায়ন পাশে
বিরহ কাঁদে হৃদয়মাঝে,
কেমনে অশ্রু ঝরে নয়ণে
বধূর বিরহ-ঘেরা কাজে ।।
কেমনে বোঝাব প্রাণের ব্যেথা,
পিতা মাতা ভাই বোন সখি
আপন কথা লুকাব কোথায়!
করে শুধু না বুঝে বকাবকি ।
কাঁদে যে আষাঢ়ের সন্ধ্যােয়
বৃষ্টি ভেজা রজনী গন্ধায়
খোঁপাতে লোটানো গোপন কথা-
কিভাবে ভুলি সে ব্যথা বলো সখি
বলো শুধু বলো,ব্যঙ্গ কোরোনা
বোলোনা আঁখিতে অশ্রু কেন দেখি!
সখি কেন যে বোঝ না
কিছু বলে দিও না সান্ত্বনা -
আষাঢ়ের অজানা ব্যথা
না-বলা গোপন কথা
এ যে না বলা যন্ত্রণা
প্রাণে কধা কয় অহরহ
ভাঙ্গছে প্রাণ প্রাণের মাঝে
বুকে বাঁধা আষাঢ়ের বিরহ ।।
আষাঢ়ের প্রথম দিনে,
ভরছে বধূর মন এমন দিনে
প্রিয়হীন অভিমানে ।
একাকিনী বাতায়ন পাশে
বিরহ কাঁদে হৃদয়মাঝে,
কেমনে অশ্রু ঝরে নয়ণে
বধূর বিরহ-ঘেরা কাজে ।।
কেমনে বোঝাব প্রাণের ব্যেথা,
পিতা মাতা ভাই বোন সখি
আপন কথা লুকাব কোথায়!
করে শুধু না বুঝে বকাবকি ।
কাঁদে যে আষাঢ়ের সন্ধ্যােয়
বৃষ্টি ভেজা রজনী গন্ধায়
খোঁপাতে লোটানো গোপন কথা-
কিভাবে ভুলি সে ব্যথা বলো সখি
বলো শুধু বলো,ব্যঙ্গ কোরোনা
বোলোনা আঁখিতে অশ্রু কেন দেখি!
সখি কেন যে বোঝ না
কিছু বলে দিও না সান্ত্বনা -
আষাঢ়ের অজানা ব্যথা
না-বলা গোপন কথা
এ যে না বলা যন্ত্রণা
প্রাণে কধা কয় অহরহ
ভাঙ্গছে প্রাণ প্রাণের মাঝে
বুকে বাঁধা আষাঢ়ের বিরহ ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৮/০৭/২০১৮দারুণ
-
কামরুজ্জামান সাদ ১৫/০৭/২০১৮বর্ষাটাই বিরহময়।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৭/২০১৮ভালো লাগলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৭/২০১৮অ ন ব দ্য। আমার শুভেচ্ছা।
-
তরুণ কান্তি ১৪/০৭/২০১৮দারুণ বিরহ ব্যথা অনুভব করলাম।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৭/২০১৮দারুন