ভালোবাসায় গা ধুয়ে আসি
ভালোবাসায় গা ধুয়ে আসি
চল যাই –চল যাই–সবাই অথবা দুজনে
এ প্রান্তের ধোঁয়া-ভরা আকাশ ছেড়ে
পেঁজা পেঁজা সাদা মেঘের বুক চিরে
পাহাড়ের দেশে ঝর্ণার কিনারায়,
চল যাই দেখি প্রাণের অভিলাস গাঢ় নীলাকাশ-
হাওয়ায় দুলে পরা ফুল রাশি রাশি
প্রাণে জাগায় মন-খোলা হাসি
বাতাসে সোহাগ মেশানো স্নিগ্ধ হাওয়ায়
চল যাই –সবুজ-ঘেরা প্রকৃতির কোলে
শুভ্র প্রেমের জ্যোৎস্নায় হারিয়ে -
করুণা-বিছানো ভালবাসায় নিরালায়
চল, গা ধুয়ে আসি।
চল যাই –চল যাই – সবাই অথবা দুজনে
সভ্যতার পাথরে-ঢাকা শহরের বুক ছেড়ে
যেখানে হিংসার দ্বেষ প্রেমের আকাশ ফুঁড়ে
প্রাণে রুক্ষ পাহাড় তোলে ভালবাসার নদী-তীরে,
চল যাই –বাঁচতে আপনাতে প্রেমের জগতে
পাহাড়ি ঝর্ণার দেশে যাযাবরের বেশে
মুক্ত কন্ঠের সঙ্গীতে বিহঙ্গের ভঙ্গীতে
যেন পারি তোমার হাসিতে হাসতে রাশি রাশি
চল যাই –সবুজ-ঘেরা প্রকৃতির কোলে
শুভ্র প্রেমের জ্যোৎস্নায় হারিয়ে
করুণা-বিছানো ভালবাসায় নিরালায়
চল,গা ধুয়ে আসি।
চল যাই –চল যাই–সবাই অথবা দুজনে
এ প্রান্তের ধোঁয়া-ভরা আকাশ ছেড়ে
পেঁজা পেঁজা সাদা মেঘের বুক চিরে
পাহাড়ের দেশে ঝর্ণার কিনারায়,
চল যাই দেখি প্রাণের অভিলাস গাঢ় নীলাকাশ-
হাওয়ায় দুলে পরা ফুল রাশি রাশি
প্রাণে জাগায় মন-খোলা হাসি
বাতাসে সোহাগ মেশানো স্নিগ্ধ হাওয়ায়
চল যাই –সবুজ-ঘেরা প্রকৃতির কোলে
শুভ্র প্রেমের জ্যোৎস্নায় হারিয়ে -
করুণা-বিছানো ভালবাসায় নিরালায়
চল, গা ধুয়ে আসি।
চল যাই –চল যাই – সবাই অথবা দুজনে
সভ্যতার পাথরে-ঢাকা শহরের বুক ছেড়ে
যেখানে হিংসার দ্বেষ প্রেমের আকাশ ফুঁড়ে
প্রাণে রুক্ষ পাহাড় তোলে ভালবাসার নদী-তীরে,
চল যাই –বাঁচতে আপনাতে প্রেমের জগতে
পাহাড়ি ঝর্ণার দেশে যাযাবরের বেশে
মুক্ত কন্ঠের সঙ্গীতে বিহঙ্গের ভঙ্গীতে
যেন পারি তোমার হাসিতে হাসতে রাশি রাশি
চল যাই –সবুজ-ঘেরা প্রকৃতির কোলে
শুভ্র প্রেমের জ্যোৎস্নায় হারিয়ে
করুণা-বিছানো ভালবাসায় নিরালায়
চল,গা ধুয়ে আসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ২৯/০৩/২০১৮অনবদ্য
-
নুরনবী সরকার ২৮/০৩/২০১৮চমৎকার লিখেছেন
-
শ.ম. শহীদ ২৮/০৩/২০১৮অসাধারণ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৩/২০১৮অনেক ভালো লাগলো। ধন্যবাদ প্রিয় কবি।