অবিশ্বাস
অবিশ্বাসের সমুদ্রতীরে দেখলাম
তুমি আলাপচারিতায় ব্যস্ত -
অচেনা অতিথির ঘন সান্যিধে
হারিয়ে যাচ্ছে আমার চেনা-তোমার সত্তা,
আবেগঘন মুহুর্তগুলো সরিয়ে
দিচ্ছে আমার চোখের পলক
অসীম লজ্জায় আমার বিশ্বস্ত প্রেম।
আমার ভিতরে লুকিয়ে থাকা
বিশ্বাসের মন্দির সহসা বিগ্রহহীন
বজ্রাঘাতে ভূপাতিত বৃক্ষের মতো-
আমার স্নায়ু স্তব্ধ হয়ে দাঁড়ায়
ঠিক বুকের মাঝখানটায়
যেখানে ভালোবাসার মন্দির
দ্বিতীয়জনকে মেনে নিতে অপারগ।
নিজের চোখকে অবিশ্বাসের গোলক
শয়তানের অন্তঃস্থল মনে হয়-
অনাদরে ক্ষিপ্র, যেন বিবকহীন প্রকৃতি
বিবস্ত্র হয়ে উন্মত্ত প্রেম
ভালোবাসার বাসর ঘরে আত্মহননে মগ্ন।
অশ্রুর সমুদ্রে আনবিক বিকিরণ
হৃদয়ের কান্নাকে নয়নে করেছে আবদ্ধ
চোখের আকাশে ঘন হচ্ছে
ঘৃণার বিদ্যুত্-মাখা কালো অবিশ্বাশ।
বরানগর, ২১৴১০৴২০১৭
তুমি আলাপচারিতায় ব্যস্ত -
অচেনা অতিথির ঘন সান্যিধে
হারিয়ে যাচ্ছে আমার চেনা-তোমার সত্তা,
আবেগঘন মুহুর্তগুলো সরিয়ে
দিচ্ছে আমার চোখের পলক
অসীম লজ্জায় আমার বিশ্বস্ত প্রেম।
আমার ভিতরে লুকিয়ে থাকা
বিশ্বাসের মন্দির সহসা বিগ্রহহীন
বজ্রাঘাতে ভূপাতিত বৃক্ষের মতো-
আমার স্নায়ু স্তব্ধ হয়ে দাঁড়ায়
ঠিক বুকের মাঝখানটায়
যেখানে ভালোবাসার মন্দির
দ্বিতীয়জনকে মেনে নিতে অপারগ।
নিজের চোখকে অবিশ্বাসের গোলক
শয়তানের অন্তঃস্থল মনে হয়-
অনাদরে ক্ষিপ্র, যেন বিবকহীন প্রকৃতি
বিবস্ত্র হয়ে উন্মত্ত প্রেম
ভালোবাসার বাসর ঘরে আত্মহননে মগ্ন।
অশ্রুর সমুদ্রে আনবিক বিকিরণ
হৃদয়ের কান্নাকে নয়নে করেছে আবদ্ধ
চোখের আকাশে ঘন হচ্ছে
ঘৃণার বিদ্যুত্-মাখা কালো অবিশ্বাশ।
বরানগর, ২১৴১০৴২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০৯/০৭/২০১৮অসাধাররণ অভিব্যক্তি।
-
মোঃ হাবিজুল মিয়া ১৪/১২/২০১৭খুব ভাল লাগছে
-
লতিফা ইয়াসমিন (সুইটি) ১৪/১২/২০১৭খুব সুন্দর
-
সুজয় সরকার ১৪/১২/২০১৭আহা বেশ বেশ বেশ
-
মধু মঙ্গল সিনহা ১৩/১২/২০১৭খুব সুন্দর বিরহের প্রকাশ।
-
সাঁঝের তারা ১৩/১২/২০১৭অনবদ্য
-
সাদিক আল আমিন ১৩/১২/২০১৭সুন্দর হয়েছে