শ্রাবণের ধারা
শ্রাবণের ঘনঘটায় যায় এবেলা-ওবেলা
খাল বিল পুকুরের সাথে করছে খেলা,
জানালার বাইরে আকাশ-ভাঙ্গা বর্ষা
কখন ভাসবে ঘর-বাড়ী-ক্ষেত নেই ভরসা।
আদরের ছোঁয়ায় ছোট গাছ বড় তরুলতা
কখন ভাঙ্গে ঝড়ে মনে সদা চঞ্চলতা,
রজনীগন্ধার সুবাস ছেয়ে আছে বাতাস
বজ্রাঘাতের গান গাইছে মেঘভরা আকাশ।
পথে-ঘাটে লোকজন ভিজে কাকের ছানা
অভাবী মানুষের অবসর-হীন পাখনা,
পেটের দায়ে বাইরে কেনাবেচার অভিযানে
হাঁটু-জল যতই থাকুক পথের মাঘখানে।
শ্রাবণের ধারায় যার ক্ষতি নেই-করে গান
যাদের গেল সব ম্লানমুখে নেই কলতান,
তাদের মাথায় কোন অভিশাপের নেই বাদ
জেনেও জানেনা কী পেল প্রকৃতির আশী্র্বাদ।
সব ঋতুর ভেলা নিয়ে প্রকৃতির খেলা
শ্রাবণই রেখে যায় অভিশাপের মেলা
সুখ-দুঃখে কেটে যায় মানুষের জীবন
কখনো আসে আনন্দ কখনো মরণ।
বর্ষার ঋতু প্রকৃতির বুকে মহা অবদান
প্রলয় ধংসের পশ্চাতে নব সৃষ্টির অবধান
লহরী তুলে ভঙ্গুর করে অনাসৃষ্টির কারা
ভাবি-সৃষ্টির বীজ রেখে যায় শ্রাবণের ধারা।
খাল বিল পুকুরের সাথে করছে খেলা,
জানালার বাইরে আকাশ-ভাঙ্গা বর্ষা
কখন ভাসবে ঘর-বাড়ী-ক্ষেত নেই ভরসা।
আদরের ছোঁয়ায় ছোট গাছ বড় তরুলতা
কখন ভাঙ্গে ঝড়ে মনে সদা চঞ্চলতা,
রজনীগন্ধার সুবাস ছেয়ে আছে বাতাস
বজ্রাঘাতের গান গাইছে মেঘভরা আকাশ।
পথে-ঘাটে লোকজন ভিজে কাকের ছানা
অভাবী মানুষের অবসর-হীন পাখনা,
পেটের দায়ে বাইরে কেনাবেচার অভিযানে
হাঁটু-জল যতই থাকুক পথের মাঘখানে।
শ্রাবণের ধারায় যার ক্ষতি নেই-করে গান
যাদের গেল সব ম্লানমুখে নেই কলতান,
তাদের মাথায় কোন অভিশাপের নেই বাদ
জেনেও জানেনা কী পেল প্রকৃতির আশী্র্বাদ।
সব ঋতুর ভেলা নিয়ে প্রকৃতির খেলা
শ্রাবণই রেখে যায় অভিশাপের মেলা
সুখ-দুঃখে কেটে যায় মানুষের জীবন
কখনো আসে আনন্দ কখনো মরণ।
বর্ষার ঋতু প্রকৃতির বুকে মহা অবদান
প্রলয় ধংসের পশ্চাতে নব সৃষ্টির অবধান
লহরী তুলে ভঙ্গুর করে অনাসৃষ্টির কারা
ভাবি-সৃষ্টির বীজ রেখে যায় শ্রাবণের ধারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ০৫/০৮/২০১৭প্রকৃতি বিষয়ক ভালো একটি কবিতা।
-
আনোয়ার পারভেজ শিশির ০৪/০৮/২০১৭বর্ষাকালের তুলনামূলক প্রকৃতিচিত্রণ অত্যন্ত সফল হয়েছে একথা মানতেই হবে, লেখা কোন ছন্দে, কত মাত্রার এসব বিচারের অনেক ঊর্ধ্বে হয়েছে এ লেখার মান... অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন প্রিয়...
-
অর্ক রায়হান ০৪/০৮/২০১৭চমৎকার।
-
সংহিতা ০৪/০৮/২০১৭খুব সুন্দর...
-
কামরুজ্জামান সাদ ০৪/০৮/২০১৭দারুন
-
সাঁঝের তারা ০৪/০৮/২০১৭খুব সুন্দর