নিয়তির অপরাধ
ভেবোনা আরও জগতটাকে দেখবে!
কখনো ভালোবেসো না এর বেশি
যতই থাক তোমার মনের সাধ।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
কতদূর যাবে তোমার বয়স
কতদিন থাকবে তোমার ঠিকানা,
এ সব ভাবনাই তোমার বেশি সাধ।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
সন্তানের জীবন আর অর্থ-মুখী মন
অর্থের কারাগারে তোমায় দিয়েছে নির্বাসন,
জীবন দিয়ে কেরানী গড়োনি সন্তানদের
অভাব হবে না কিছুরই-আদর-যত্ন ছাড়া
সবই পাবে সঙ্গে দুমুঠো ভাত।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
জন্মের সময় দেখেছ সন্তানের মুখ
মৃত্যুর পরে আত্মা হয়ে হয়ত দেখবে-
পাবে না মৃত্যুর আগে পুত্র-কন্যা সুখ
এ সন্তান তোমার নয় দেশের-বিদেশের
রেখেছে ওরা বেঁধে তাকে সম্মানের গৌরবে
এ যে তোমার-আমার দেশের গর্ব-
এর বেশী চেয়ে নিজেকে কোরো না খর্ব
এ-বয়সে ত্যাগই তোমার শেষ সাধ।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
২৫/০৫/২০১৭
বরানগর
কখনো ভালোবেসো না এর বেশি
যতই থাক তোমার মনের সাধ।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
কতদূর যাবে তোমার বয়স
কতদিন থাকবে তোমার ঠিকানা,
এ সব ভাবনাই তোমার বেশি সাধ।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
সন্তানের জীবন আর অর্থ-মুখী মন
অর্থের কারাগারে তোমায় দিয়েছে নির্বাসন,
জীবন দিয়ে কেরানী গড়োনি সন্তানদের
অভাব হবে না কিছুরই-আদর-যত্ন ছাড়া
সবই পাবে সঙ্গে দুমুঠো ভাত।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
জন্মের সময় দেখেছ সন্তানের মুখ
মৃত্যুর পরে আত্মা হয়ে হয়ত দেখবে-
পাবে না মৃত্যুর আগে পুত্র-কন্যা সুখ
এ সন্তান তোমার নয় দেশের-বিদেশের
রেখেছে ওরা বেঁধে তাকে সম্মানের গৌরবে
এ যে তোমার-আমার দেশের গর্ব-
এর বেশী চেয়ে নিজেকে কোরো না খর্ব
এ-বয়সে ত্যাগই তোমার শেষ সাধ।
জেনো - বয়স মানেই-নিয়তির অপরাধ।।
২৫/০৫/২০১৭
বরানগর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ০২/০৭/২০১৭
-
সাঁঝের তারা ০২/০৭/২০১৭বড় সত্য কথা লিখেছেন কবি ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৭/২০১৭বেশ ভালো।
শুভেচ্ছা।