মানব জীবন
জীবনের যা কিছু আছে সঙ্গে
তাও যাবে না তোমার পিছু ,
রয়ে যাবে একাকী আপন জায়গায়
দেবে না কেউ, নেবে সব কিছু।
যা কিছু তোমার বলে জান আজ
তা তোমার ক'দিনের সঙ্গী-সাথী,
সুখ দুঃখ নিয়ে এই ভুবনের কাজ
নিয়তির ময়দানে হিসাব হলেই শেষ-
জ্বলবে সেথায় মৃত্যুর-বাতি
সঙ্গে রবে না কোন সমব্যথী।
আসা-যাওয়া শুধু ক'দিনের খেলা
পুরবে না সাধ শত জীবনেও ,
তবুও খেলাঘর থাকবে অভিন্ন -
মনের মাঝে আশার জাল অন্তিম হবে
ত্যাগ ছাড়া ফুরাবেনা মরণেও।
মানব-জীবন পৃথিবীর পাখিরা-লয়
আসবে-যাবে নদীর স্রোতের মতো
পাশে হবে মানব-বসতি-সভ্যতা
রয়ে যাবে কর্ম-কীর্তি-যোগ্যতা-
মৃত্যুই রেখেছে আকীর্ণ করে
ধরিত্রীর শ্রেষ্ঠ যক্ষের ধন ।
জীবনের চলে যাওয়া 'মৃত্যু' ,
চলে আসার নাম 'মানব জীবন' ।
১২/০৫/২০১৭
বরানগর
তাও যাবে না তোমার পিছু ,
রয়ে যাবে একাকী আপন জায়গায়
দেবে না কেউ, নেবে সব কিছু।
যা কিছু তোমার বলে জান আজ
তা তোমার ক'দিনের সঙ্গী-সাথী,
সুখ দুঃখ নিয়ে এই ভুবনের কাজ
নিয়তির ময়দানে হিসাব হলেই শেষ-
জ্বলবে সেথায় মৃত্যুর-বাতি
সঙ্গে রবে না কোন সমব্যথী।
আসা-যাওয়া শুধু ক'দিনের খেলা
পুরবে না সাধ শত জীবনেও ,
তবুও খেলাঘর থাকবে অভিন্ন -
মনের মাঝে আশার জাল অন্তিম হবে
ত্যাগ ছাড়া ফুরাবেনা মরণেও।
মানব-জীবন পৃথিবীর পাখিরা-লয়
আসবে-যাবে নদীর স্রোতের মতো
পাশে হবে মানব-বসতি-সভ্যতা
রয়ে যাবে কর্ম-কীর্তি-যোগ্যতা-
মৃত্যুই রেখেছে আকীর্ণ করে
ধরিত্রীর শ্রেষ্ঠ যক্ষের ধন ।
জীবনের চলে যাওয়া 'মৃত্যু' ,
চলে আসার নাম 'মানব জীবন' ।
১২/০৫/২০১৭
বরানগর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২০/০৫/২০১৭সত্য কথা। সুন্দর ...
-
রুবেল চন্দ্র দাস ১৮/০৫/২০১৭Valo laglo
-
আলম সারওয়ার ১৮/০৫/২০১৭ভাল লাগল আপনার লেখা
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৫/২০১৭জীবনবোধের কবিতা।