অনামী একজন
আমাকে যেতে দাও আপন মনে
আপনার সাথে নিরালায় নির্জনে ।
রয়ে যাক শত চেনা-অচেনা
মূত্যুর মতো হোক কঠিন বেদনা,
বন্ধুর মতো আপন হোক
পরিচয়-হীন সত্যের চোখ।
থেকে যাক্ অগোচরে -
শত চেনা-অচেনার ভিড়ে
সব অনামীর থাক জয়ের বিশ্বাস
তুমি মান বা না মান-পাবে নির্ভুল
চোখের জলে-ভেজা নিয়তির আশ্বাস।
অচেনার মাঝে সামান্য-চেনা আমি !
বিজ্ঞাপনের ঝুলিতে প্রতিভা নেই
অবহেলায় ঝলসান অচেনা পরিচয় -
শরতের মেঘ-ভাসা বৃষ্টির মতো
হারিয়ে যাবে বিশাল আকাশের কোণে
শুধু নিস্প্রভ ছোট অচেনা তারা হয়ে।
জানি রবে নাকো মোর কোন চিহ্ন
নামীর কিরণ-ঘেরা অভিনন্দনের মাঝে
মোর ক্ষুদ্র সৃষ্টির তুচ্ছ অবদান -
অট্টালিকার পাশে পর্ণ কুঠিরের গর্ব
নামীর অহংকারে হবে তৃণ-সম খর্ব
নিমেষে আমার দান হবে খান খান।
নামের মাঝে শত অনামীর গুণ
সৃষ্টির আকাশে বিরম্বনার মেঘ
চাই না হতে চেনার আকাশে উজ্বল তারা,
থাকনা আপন সৃষ্টির ছোট পরিসর
নীরবে থাকিনা আপন আত্মায়
আপনার মাঝে আপন-হারা।
চাই না নামীর সর্গ-
থাক না নামীরই হয়ে এ-ভুবন
শুধু স্থান পেলে পদতলে
থাকি আমি অনামী একজন।
০৭/০৫/২০১৭
বরানগর
আপনার সাথে নিরালায় নির্জনে ।
রয়ে যাক শত চেনা-অচেনা
মূত্যুর মতো হোক কঠিন বেদনা,
বন্ধুর মতো আপন হোক
পরিচয়-হীন সত্যের চোখ।
থেকে যাক্ অগোচরে -
শত চেনা-অচেনার ভিড়ে
সব অনামীর থাক জয়ের বিশ্বাস
তুমি মান বা না মান-পাবে নির্ভুল
চোখের জলে-ভেজা নিয়তির আশ্বাস।
অচেনার মাঝে সামান্য-চেনা আমি !
বিজ্ঞাপনের ঝুলিতে প্রতিভা নেই
অবহেলায় ঝলসান অচেনা পরিচয় -
শরতের মেঘ-ভাসা বৃষ্টির মতো
হারিয়ে যাবে বিশাল আকাশের কোণে
শুধু নিস্প্রভ ছোট অচেনা তারা হয়ে।
জানি রবে নাকো মোর কোন চিহ্ন
নামীর কিরণ-ঘেরা অভিনন্দনের মাঝে
মোর ক্ষুদ্র সৃষ্টির তুচ্ছ অবদান -
অট্টালিকার পাশে পর্ণ কুঠিরের গর্ব
নামীর অহংকারে হবে তৃণ-সম খর্ব
নিমেষে আমার দান হবে খান খান।
নামের মাঝে শত অনামীর গুণ
সৃষ্টির আকাশে বিরম্বনার মেঘ
চাই না হতে চেনার আকাশে উজ্বল তারা,
থাকনা আপন সৃষ্টির ছোট পরিসর
নীরবে থাকিনা আপন আত্মায়
আপনার মাঝে আপন-হারা।
চাই না নামীর সর্গ-
থাক না নামীরই হয়ে এ-ভুবন
শুধু স্থান পেলে পদতলে
থাকি আমি অনামী একজন।
০৭/০৫/২০১৭
বরানগর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৭/০৫/২০১৭দারুন কবির কবিতা ।শুভেচ্ছা জানবেন।
-
সাঁঝের তারা ১৭/০৫/২০১৭সুন্দর চেতনার কবিতা। যাদের নাম আছে তারাও তো অনামী - আসলে সকলেই অনামী। শুভেচ্ছা ...