www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতার জন্ম

কবে হবে কবিতার জন্ম!
ও হৃদয়ের মাঝে রবে কবে
তুমি নয় আমিও নয় ,
কবিতাই জানে-কখন সৃষ্টির জঠরে
উঠবে জেগে নীরবে-
আমার সৃষ্টির ভুবনে।

মৃদুমন্দ বাতাস মেঘে ঢাকা আকাশ
প্রাণে বাজায় হদয়ের সুর-
তবু ভাষা টলমল প্রকাশে নেই বল
কবিতার মুখ সৃষ্টির সুখ অবিচল,
অজানায় কাতর প্রাণের ভিতর
বাহিরে আসিব কি আসিব না-
ভুবনের কোন্ ঊষা বা সন্ধ্যা লগনে
ভূমিষ্ঠ হবে ভাবের কোন্ কাননে
রাখিব খুলে অতিথির দ্বার
আমার সৃষ্টির ভুবনে।

তোমার জন্মে ফুটুক আরও একটি ফুল
আমার ভাবের কাননের ভাসুক দু-কুল
আমার সৃষ্টির ভুবনে।

১৫/০৫/২০১৭
বরানগর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর।
    • বিশ্বামিত্র ১৮/০৫/২০১৭
      মন্তব্য ভাল লাগল। শুভেচ্ছা রইল।
  • রেজাউল আবেদীন ১৭/০৫/২০১৭
    আসলেই কবিতার জন্ম কবে কে জানে ? !!! ধন্যবাদ
 
Quantcast