দ্বিতীয় জন্মদিন
সত্তর বছর আগে গ্রামের সেই শুভদিন
কারো মনে আছে কারো নেই-
সত্যটা মিথ্যে হয়েও বেঁচেআছে আত্মায়
কিন্তু মুছে গেল পৃথিবী-ছোঁয়া আমার প্রথম সেইদিন,
স্কুলে জন্ম পেল চির সত্য -করা তারিখ
আমার অচেনা আমার দ্বিতীয় জন্মদিন।
চেনা হলাম নূতন পরিচয়ে অজানার কাছে,
দলিল দস্তাবেজের মতো জন্মের ঠিকুজী
জীবনের প্রতিপদে আমার মাদুলী হোল
চির প্রহরীর সাজে যতসব দরকারি কাজে-
সেই আমার অচেনা দ্বিতীয় জন্মদিন।
কাজে অকাজে সমনে সেই দ্বিতীয় অচেনা দিন
বিশাল চক্ষু মেলে আহ্বানে মগ্ন,
নকল সৃষ্টির দ্বারে আসল দিন অতি ক্ষীণ।
না-চাওয়া ভালোবাসা-ভরা অভিনন্দন
শুভেচ্ছায় ভরিয়ে দেয় দ্বিতীয় জন্মদিন,
স্কুল-কলেজ-ব্যাংক-কাছারি পাগলে মত্ত
মিথ্যার বাঁধনে বাঁধতে চায় সেই অচেনা শুভ দিন
সকলের জ্ঞাত আমার অচেনা দ্বিতীয় জন্মদিন।
দুরাভাষের যুগে কৃত্রিম কল্পনার ভাষণ
ই-মেল,হোয়াটসআপের বুকে কোথাও
গান বা গোলাপের রাশি রাশি ছবি
নৃত্যরত সারাদিন সাজতে চাই
দ্বিধাহীন দিনে একদিনের কবি।
সত্য য়ায় যাক , মিথ্যা বেঁচে থাক
ঘটনা না থাক , সাক্ষী নিপাত যাক
কাগজে নিষ্ঠুর হয়ে বাঁচুক নিষ্প্রান
সবার ইচ্ছায় অচেনা আমার শুভদিন
আমার দ্বিতীয় জন্মদিন।।
কারো মনে আছে কারো নেই-
সত্যটা মিথ্যে হয়েও বেঁচেআছে আত্মায়
কিন্তু মুছে গেল পৃথিবী-ছোঁয়া আমার প্রথম সেইদিন,
স্কুলে জন্ম পেল চির সত্য -করা তারিখ
আমার অচেনা আমার দ্বিতীয় জন্মদিন।
চেনা হলাম নূতন পরিচয়ে অজানার কাছে,
দলিল দস্তাবেজের মতো জন্মের ঠিকুজী
জীবনের প্রতিপদে আমার মাদুলী হোল
চির প্রহরীর সাজে যতসব দরকারি কাজে-
সেই আমার অচেনা দ্বিতীয় জন্মদিন।
কাজে অকাজে সমনে সেই দ্বিতীয় অচেনা দিন
বিশাল চক্ষু মেলে আহ্বানে মগ্ন,
নকল সৃষ্টির দ্বারে আসল দিন অতি ক্ষীণ।
না-চাওয়া ভালোবাসা-ভরা অভিনন্দন
শুভেচ্ছায় ভরিয়ে দেয় দ্বিতীয় জন্মদিন,
স্কুল-কলেজ-ব্যাংক-কাছারি পাগলে মত্ত
মিথ্যার বাঁধনে বাঁধতে চায় সেই অচেনা শুভ দিন
সকলের জ্ঞাত আমার অচেনা দ্বিতীয় জন্মদিন।
দুরাভাষের যুগে কৃত্রিম কল্পনার ভাষণ
ই-মেল,হোয়াটসআপের বুকে কোথাও
গান বা গোলাপের রাশি রাশি ছবি
নৃত্যরত সারাদিন সাজতে চাই
দ্বিধাহীন দিনে একদিনের কবি।
সত্য য়ায় যাক , মিথ্যা বেঁচে থাক
ঘটনা না থাক , সাক্ষী নিপাত যাক
কাগজে নিষ্ঠুর হয়ে বাঁচুক নিষ্প্রান
সবার ইচ্ছায় অচেনা আমার শুভদিন
আমার দ্বিতীয় জন্মদিন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৩/০৪/২০১৭বাঃ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০১৭অনেক ভাল।