ভুবন-৩
জীবনের প্রথম গগনে প্রেম ভালোবাসা
আসে চলে যায় নদীর মতো ধায়
কর্ম যখন ধর্ম কি বা আসে যায়
প্রেমের তরে মনে আসেনা কর্মনাশা।
বাধাহীন কর্ম শান্ত করে হৃদয়ের লোভ
ফিরে যায় অশান্ত প্রেম সমুদ্রের কিনারায়
শান্ত ভালোবাসা হেরে যায় ছাঁদনাতলায়
প্রেমের মৃত্যুকে মেনে নেয় বিলাসের ক্ষোভ।
গৃহীর কর্ম-জীবন অবিরাম চলে গুটি-গুটি
সংসারে পিছিয়ে পরার নেই কোন অবসর
সময়ের কাঁটা নদীর স্রোত - জীবন দোসর
ভুলে-ভরা প্রেমের অবসান হোল
পুরানো প্রেমের এলো অনন্ত ছুটি।
কর্ম হেরে যাবে অকুলে নেই তার লাজ
জীবনের মধ্য গগনে শুধুই প্রখর রোদ
রাগে ক্ষোভে জ্বলছে হৃদয়ের সব অবরোধ
তবুও ধরতে হবে সংসার-ধর্মের সনাতন কাজ।
জীবনে চলার পথে যত বেশি সংশয়
তত বেশি আপনার মাঝে মমতা-বোধ
ছেড়ে আসা প্রেম নীরবে করছে ঋণ শোধ,
প্রেম ছাড়া ভালোবাসার কি যে জ্বালা
প্রথম প্রেমিক-প্রেমিকা জানে কি যে হয়।
রাত দিন বছর যায় পুরানো হারানোর হতাশায়
প্রাণ বেঁচে থাকে সকাল দুপুর সন্ধ্যায়-
জীবনের শেষ খেলা পৌর্বের মেলা
সাজাতে হবে শেষ নিঃশ্বাস দিয়ে
শিশুর মতো কেঁদে হেসে দুইবেলা
সত্য মিথ্যায় জীবন কত করবে গোপন!
সিঁড়িতেই উঠতে হবে -
যেথায় আছে আমর শেষ ভুবন।
আসে চলে যায় নদীর মতো ধায়
কর্ম যখন ধর্ম কি বা আসে যায়
প্রেমের তরে মনে আসেনা কর্মনাশা।
বাধাহীন কর্ম শান্ত করে হৃদয়ের লোভ
ফিরে যায় অশান্ত প্রেম সমুদ্রের কিনারায়
শান্ত ভালোবাসা হেরে যায় ছাঁদনাতলায়
প্রেমের মৃত্যুকে মেনে নেয় বিলাসের ক্ষোভ।
গৃহীর কর্ম-জীবন অবিরাম চলে গুটি-গুটি
সংসারে পিছিয়ে পরার নেই কোন অবসর
সময়ের কাঁটা নদীর স্রোত - জীবন দোসর
ভুলে-ভরা প্রেমের অবসান হোল
পুরানো প্রেমের এলো অনন্ত ছুটি।
কর্ম হেরে যাবে অকুলে নেই তার লাজ
জীবনের মধ্য গগনে শুধুই প্রখর রোদ
রাগে ক্ষোভে জ্বলছে হৃদয়ের সব অবরোধ
তবুও ধরতে হবে সংসার-ধর্মের সনাতন কাজ।
জীবনে চলার পথে যত বেশি সংশয়
তত বেশি আপনার মাঝে মমতা-বোধ
ছেড়ে আসা প্রেম নীরবে করছে ঋণ শোধ,
প্রেম ছাড়া ভালোবাসার কি যে জ্বালা
প্রথম প্রেমিক-প্রেমিকা জানে কি যে হয়।
রাত দিন বছর যায় পুরানো হারানোর হতাশায়
প্রাণ বেঁচে থাকে সকাল দুপুর সন্ধ্যায়-
জীবনের শেষ খেলা পৌর্বের মেলা
সাজাতে হবে শেষ নিঃশ্বাস দিয়ে
শিশুর মতো কেঁদে হেসে দুইবেলা
সত্য মিথ্যায় জীবন কত করবে গোপন!
সিঁড়িতেই উঠতে হবে -
যেথায় আছে আমর শেষ ভুবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ০২/০৩/২০১৭ছন্দের অন্ত্যমিলে মুক্তকছন্দে লেখা কবিতাটি বেশ আবেদনময়ী । ভালো লাগলো বেশ । ভালো তাকুন নিরন্তর দাদা ।
-
শাহাদত হোসেন চৌধুরী ২৮/০২/২০১৭দারুন
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০২/২০১৭অভিজ্ঞতার ভুবন।
-
রাশেদ খাঁন ২৭/০২/২০১৭বাস্তবিক
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০২/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০২/২০১৭প্রেম, জীবন, নদী, সিঁড়ি, ভূবন, বিরহ, গগণ, রাগ, ক্ষোভ, অশান্ত, সমুদ্র আরো কতইনা সুন্দর শব্দচয়নে আঁকা যেন এক জীবনের অমলিন ছবি।
যথার্থই হয়েছে কবি!
ধন্যবাদ -
জয় নারায়ণ ভট্টাচার্য্য ২৬/০২/২০১৭প্রেম ও জীবন আলাদা বৈকি