www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার চার ভুবন

ভুবন-১
জ্ঞান-বুদ্ধি-চেতনা চোখের দৃষ্টি
সে যে আমার নয়-তোমারই সৃষ্টি.
যা দেখা শোনা তোমারই দেয়া
স্বপ্নিল প্রকৃতির মাঝে আমি উদাসী কিশোর
শুধু তোমাকে জড়িয়ে পিতা-মাতায় বিভোর।

গ্রামের মাটির ঘর ছাড়িয়ে
মেঠো পথের ধারে আল বাড়িয়ে
সবুজ বনানী-ঘেরা প্রান্তরের পিছে
দৃষ্টি থেমে যায় নীলাকাশের নীচে।
তাল নারিকেল বাবলার ঝোপের ফাঁকে
দিনের শেযে উঁকি মেরে ঘুমন্ত রবি
অস্ত যায় পশ্চিমের ঝিলের জলে
রঙ্গিন তরঙ্গের ঢেউ তুলে
সোনালী মেঘে ঢাকা আকাশের চুলে।

নীড়ে ফেরা বিহঙ্গের শেষ কলরব
সন্ধ্যার আঁধারে মিলেমিশে একাকার,
শান্ত নতমুখে যেন পাশ দিয়ে চলে যায়-
বাবলার ঝোপ ঘেরা মেঠো পথে একাকিনী
লাল শাড়ী লাল টিপ পরা গ্রামের গোধূলীবেলা
শ্যামলা গাভীর বাছুর নিয়ে ফেরা
আধা-আঁধারে সাঙ্গ হোল কিশোর-কিশোরীর খেলা।

চোখে ক্লান্তি নেই-শুধু উদ্বেগ আর বিস্ময়
ফিরতে হবে শিক্ষার স্থলে দ্বিতীয় ভুবনে-
জ্ন্মভিটে গ্রাম ছাড়ার হয়েছে সময়
ছোট গ্রামখানি দিতে হবে বিদায় অশ্রুসিক্ত নয়নে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast