যখন তুমি নেই------
তোমার দ্বিধাহীন করূণা চাই না-
আমাকে তুমি ভুলতে বোল না,
যখন তোমার কিছু নেই বলার-
চেনো না তুমি ভলোবাসার ধন,
আকাশে তখন চাঁদের কলঙ্ক দেখিয়ে
মিথ্যে সান্ত্বনার কিবা প্রয়োজন।
তোমার ঘরের দরজা যখন বন্ধ
জানালা থেকে আমার পথ চেয়ে
কেন কাট আমার জীবন ছন্দ,
বাড়াও অহেতুক মানসিক দ্বন্দ।
অবহেলা অন্যায়- বিধাতার করুণা-
মনের সুখকে অলক্ষে লালণ করে
নিজেই দুজনার পথ করেছ ভিন্ন,
নিরুপায় আমি আপনার কাছে-
আমাকে দাও না যেতে বহুদুরে
প্রেমহীন ভবঘুরের বন্দরে।
তোমার দ্বিধাহীন করূণা চাই না-
সব বলো, শত কথা শোনাও
আমাকে তুমি ভুলতে বোল না।
অশ্রু বিনা আঁখিও তো আছে
বৃষ্টি বিনা চাতকও বাঁচে -
তবে, তুমি বিনা আমার আকাশে
সুর্য্য কেন মেঘে ঢাকা
চন্দ্র যেন কালিতে আঁকা,
কী কারণে নিষ্ঠুর নয়নে-
ভুলিলে সুনন্দা,
সেদিন আমাদের প্রতিজ্ঞার সন্ধ্যা!
আঁখিতে অশ্রু হারিয়ে
খুঁজছি অজানার ঠিকানা-
তুমি-হীন অতীত পৃথিবী নেই
তোমার দ্বিধাহীন করূণা চাই না-
সব বলো, শত কথা শোনাও
না, আমাকে তুমি ভুলতে বোলো না
আমাকে তুমি ভুলতে বোল না,
যখন তোমার কিছু নেই বলার-
চেনো না তুমি ভলোবাসার ধন,
আকাশে তখন চাঁদের কলঙ্ক দেখিয়ে
মিথ্যে সান্ত্বনার কিবা প্রয়োজন।
তোমার ঘরের দরজা যখন বন্ধ
জানালা থেকে আমার পথ চেয়ে
কেন কাট আমার জীবন ছন্দ,
বাড়াও অহেতুক মানসিক দ্বন্দ।
অবহেলা অন্যায়- বিধাতার করুণা-
মনের সুখকে অলক্ষে লালণ করে
নিজেই দুজনার পথ করেছ ভিন্ন,
নিরুপায় আমি আপনার কাছে-
আমাকে দাও না যেতে বহুদুরে
প্রেমহীন ভবঘুরের বন্দরে।
তোমার দ্বিধাহীন করূণা চাই না-
সব বলো, শত কথা শোনাও
আমাকে তুমি ভুলতে বোল না।
অশ্রু বিনা আঁখিও তো আছে
বৃষ্টি বিনা চাতকও বাঁচে -
তবে, তুমি বিনা আমার আকাশে
সুর্য্য কেন মেঘে ঢাকা
চন্দ্র যেন কালিতে আঁকা,
কী কারণে নিষ্ঠুর নয়নে-
ভুলিলে সুনন্দা,
সেদিন আমাদের প্রতিজ্ঞার সন্ধ্যা!
আঁখিতে অশ্রু হারিয়ে
খুঁজছি অজানার ঠিকানা-
তুমি-হীন অতীত পৃথিবী নেই
তোমার দ্বিধাহীন করূণা চাই না-
সব বলো, শত কথা শোনাও
না, আমাকে তুমি ভুলতে বোলো না
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঈদ আহমাদ ১২/১১/২০১৬দারুন কবিতা ভাই, কেমনে লিখলেন এত সুন্দর খানি?
-
সুজিত মান্না ১০/১১/২০১৬বাহ
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/১১/২০১৬খুব ভাল
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০১৬সুন্দর ভাবনা।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/১১/২০১৬অসাধারন
-
পরশ ০৬/১১/২০১৬ভাল
-
অঙ্কুর মজুমদার ০৫/১১/২০১৬vlo