এক মুঠো ভালোবাসা
কদিনের জন্যে গ্রামে এসে
বিদেশিনীর মতো ফিরে যাচ্ছ,
দশটা বছর পরেও গ্রাম্য-লজ্জার সম্মান
তোমার চোখে-মুখে হয়নি ম্লান-
তোমাকে গ্রাস করেনি শহরের অভিমান।
গ্রামের মেঠো পথ, বকুল আর কৃষ্ণচূড়ার
ছায়া ঢাকা বাড়ীর বারান্দাও ভুলেনি তোমাকে-
তোমার হাতে পোতা সেদিনের মাধবীলতাও
পথে একা দাঁড়িয়ে হাত বাড়িয়ে
স্নেহ-মাখা ছায়াতল দিয়ে
চাইছে শুধু তোমার আদরের ভালোবাসা।
গাছের পাতায় পাতায় মর্মরধ্বনি,
সোনালী বিকালে সুনীল আকাশে ঢালা
প্রকৃতির বুকে চাপা বিরহের দীর্ঘশ্বাস,
পুরানো স্মৃতি ভুলে বিদায়ের ছলে
উজ্জ্বল আঁখি তুলে মুখে কিছু না বলে
নীরবে রেখে গেলে সজল নয়নে
তোমার অব্যক্ত ভাষা-
এক মুঠো ভালোবাসা।
আবার কবে দেখা হবে কে জানে-
এই চিরচেনা প্রকৃতির মাঝে
গোধূলি লগ্নে দুজনার চেনা সাজে
রয়ে যাবে দুই তরী দুইতীরে,
তবু আজি এ সন্ধ্যার পর-
রয়ে যাবে চিরদিন হৃদয়ে অন্তরীণ,
যাকে বোঝা অর্থহীন
তোমার অব্যক্ত ভাষা-
এক মুঠো ভালোবাসা।
বিদেশিনীর মতো ফিরে যাচ্ছ,
দশটা বছর পরেও গ্রাম্য-লজ্জার সম্মান
তোমার চোখে-মুখে হয়নি ম্লান-
তোমাকে গ্রাস করেনি শহরের অভিমান।
গ্রামের মেঠো পথ, বকুল আর কৃষ্ণচূড়ার
ছায়া ঢাকা বাড়ীর বারান্দাও ভুলেনি তোমাকে-
তোমার হাতে পোতা সেদিনের মাধবীলতাও
পথে একা দাঁড়িয়ে হাত বাড়িয়ে
স্নেহ-মাখা ছায়াতল দিয়ে
চাইছে শুধু তোমার আদরের ভালোবাসা।
গাছের পাতায় পাতায় মর্মরধ্বনি,
সোনালী বিকালে সুনীল আকাশে ঢালা
প্রকৃতির বুকে চাপা বিরহের দীর্ঘশ্বাস,
পুরানো স্মৃতি ভুলে বিদায়ের ছলে
উজ্জ্বল আঁখি তুলে মুখে কিছু না বলে
নীরবে রেখে গেলে সজল নয়নে
তোমার অব্যক্ত ভাষা-
এক মুঠো ভালোবাসা।
আবার কবে দেখা হবে কে জানে-
এই চিরচেনা প্রকৃতির মাঝে
গোধূলি লগ্নে দুজনার চেনা সাজে
রয়ে যাবে দুই তরী দুইতীরে,
তবু আজি এ সন্ধ্যার পর-
রয়ে যাবে চিরদিন হৃদয়ে অন্তরীণ,
যাকে বোঝা অর্থহীন
তোমার অব্যক্ত ভাষা-
এক মুঠো ভালোবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনুপ্রাণীত নজরুল ১৬/০৯/২০১৬সত্যিই ভালো লাগলো
-
সজীব ২৫/০৭/২০১৬ভাল।।।।
-
প্রিয় ২৫/০৭/২০১৬আপনার কবিতায় ''ভালো'' লেখার সাহস আজ আর পাচ্ছি না।সে দিনের মন্তব্যের জন্য আজও দুঃখিত!
-
স্বপ্নময় স্বপন ২৪/০৭/২০১৬শুভেচ্ছা! অনবদ্য!