www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক গুচ্ছ গোলাপ

শুধু চোখে দেখা-
এক গুচ্ছ গোলাপ,
দিয়ে গেল এক বুক ভালোবাসা।
কখনো তো প্রাণ এমন আনন্দে উতলা হয়নি
মনে জাগেনি-এমন উদ্বেগ কাউকে কাছে পেতে,
বিকেলের আকাশকে এমন উন্মনা লাগছে-
হৃদয় যেন হারিয়ে যেতে চাইছে কোন অচেনার মাঝে।

গোধূলির সোনালী-রোদ মাখা সূর্য
হৃদয়ের আকাশটা বিষাদে ভরা গহ্বর যেন শুনছে-
অচেনা নারীর লোভাতুর আঁখির আহ্বান-গান
কেন এমন ভুলিয়ে দিচ্ছে সব অতীতের মর্মস্থল
শুধু চোখে দেখা-
এক গুচ্ছ গোলাপ।

রিক্ত,নিঃস্ব,নির্বাক হৃদয়ে একি আন্দোলন!
চোখে-মুখে কথায় নয়,হৃদয়ের সমুদ্রে নিবিড় প্রত্যাশা
কল্পনার আঁখিতে এযে দেখি-মিলনের উৎসব,
বহু কাঙ্ক্ষিত চিরচেনা মানসীর আলিঙ্গন
অশ্রুতে বিছিয়ে গেল উপলব্ধির পথে
ভালোলাগার সুগন্ধ মেশানো জীবনের স্বাদ,
আর দিয়ে গেল এক বুক অন্তহীন ভালোবাসা-
শুধু চোখে দেখা-
এক গুচ্ছ গোলাপ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast