সত্যের সূর্য
সত্য, নিঃশ্চুপ কেন? তুমি কথা বলো,
দ্বাপরে কি তুমি ভুমিকাহীন,নিরাকার?
পৃথিবীর আকাশ জুড়ে মিথ্যার মেঘ
বাতাসে অসত্যের নিঃশ্বাস সর্বত্র,
তোমার নামাবলী পরে আইন,বিচার,প্রশাসন
বক-ধারী যুধিষ্ঠির জনগনের দ্বারে।
তোমার তো ফাঁসি হচ্ছে দিন-রাত্রির প্রতি ঘন্টায়
তবু নিঃশ্চুপ কেন? সত্য, তুমি কথা বলো।
তুমিও কি ভয় পাও-গনতন্ত্রের ভোটকে?
নাকি লোলুপ দৃষ্টি তোমারও-
মন্ত্রিত্ব বা রাষ্ট্রীয় পুরষ্কার অথবা কোন সভাপতিত্ব!
নাকি আন্তর্জাতিক কামারশালায় কখনো কানে শোনো না
জীবন ধারণের হাঁপরে জনগণের অশ্রুহীন আর্তনাদ?
সত্যিই কি তুমিও শহরের ফুটপাতের মতো
অজান্তেই বিক্রি হয়ে গেছো কোন অজ্ঞাত ডনের পকেটে!
সত্য, তুমি জান- তুমি এখন বিচারাধীন
তবু নিঃশ্চুপ কেন? সত্য, তুমি কথা বলো।
চার-যুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে অন্তত
একবার তো উঁকি মেরে দেখ মিথ্যা-প্রাচীরের আড়ালে-
সেবার নামে রাজনীতির দাসত্ব।
দেখছো না? গলা কাটা লাশ পড়ে যাচ্ছে নিয়ত
বাড়ীতে,রাস্তায়,বাসে,গাড়ীতে –কোথায় নয়!
ধর্ষিতা যুবতী-কিশোরী বা প্রতিবাদীর মৃত্যু-মিছিল চলছে অবাধ নিয়মে,
আইনের গলায় নিরপেক্ষ মালা ঝুলিয়ে
অপরাধীরা সরবে মিথ্যার-সাগর পেরিয়ে হাজির বিচার কক্ষে -
আর সাক্ষ্য-হীন বিচার! নিজেই আদালতের কাঠগড়ায়।
তুমি কি পার না-‘গলা কাটা লাশের’ ফাঁসির দড়ি হাতে
আইনের সাজান মিথ্যা-কণ্ঠস্বর রুদ্ধ করতে?
প্রতিকারে -সত্যের হাড়িকাঠে তাদের বলী দিতে?
নাকি তুমিও হারিয়ে যেতে চাও তাদের মিথ্যার জয়গানে?
তবে নিঃশ্চুপ কেন? সত্য, তুমি কথা বলো।
দ্বাপরের একটি ভোরে অন্তত উঠুক ন্যায় আর সত্যের সূর্য।
দ্বাপরে কি তুমি ভুমিকাহীন,নিরাকার?
পৃথিবীর আকাশ জুড়ে মিথ্যার মেঘ
বাতাসে অসত্যের নিঃশ্বাস সর্বত্র,
তোমার নামাবলী পরে আইন,বিচার,প্রশাসন
বক-ধারী যুধিষ্ঠির জনগনের দ্বারে।
তোমার তো ফাঁসি হচ্ছে দিন-রাত্রির প্রতি ঘন্টায়
তবু নিঃশ্চুপ কেন? সত্য, তুমি কথা বলো।
তুমিও কি ভয় পাও-গনতন্ত্রের ভোটকে?
নাকি লোলুপ দৃষ্টি তোমারও-
মন্ত্রিত্ব বা রাষ্ট্রীয় পুরষ্কার অথবা কোন সভাপতিত্ব!
নাকি আন্তর্জাতিক কামারশালায় কখনো কানে শোনো না
জীবন ধারণের হাঁপরে জনগণের অশ্রুহীন আর্তনাদ?
সত্যিই কি তুমিও শহরের ফুটপাতের মতো
অজান্তেই বিক্রি হয়ে গেছো কোন অজ্ঞাত ডনের পকেটে!
সত্য, তুমি জান- তুমি এখন বিচারাধীন
তবু নিঃশ্চুপ কেন? সত্য, তুমি কথা বলো।
চার-যুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে অন্তত
একবার তো উঁকি মেরে দেখ মিথ্যা-প্রাচীরের আড়ালে-
সেবার নামে রাজনীতির দাসত্ব।
দেখছো না? গলা কাটা লাশ পড়ে যাচ্ছে নিয়ত
বাড়ীতে,রাস্তায়,বাসে,গাড়ীতে –কোথায় নয়!
ধর্ষিতা যুবতী-কিশোরী বা প্রতিবাদীর মৃত্যু-মিছিল চলছে অবাধ নিয়মে,
আইনের গলায় নিরপেক্ষ মালা ঝুলিয়ে
অপরাধীরা সরবে মিথ্যার-সাগর পেরিয়ে হাজির বিচার কক্ষে -
আর সাক্ষ্য-হীন বিচার! নিজেই আদালতের কাঠগড়ায়।
তুমি কি পার না-‘গলা কাটা লাশের’ ফাঁসির দড়ি হাতে
আইনের সাজান মিথ্যা-কণ্ঠস্বর রুদ্ধ করতে?
প্রতিকারে -সত্যের হাড়িকাঠে তাদের বলী দিতে?
নাকি তুমিও হারিয়ে যেতে চাও তাদের মিথ্যার জয়গানে?
তবে নিঃশ্চুপ কেন? সত্য, তুমি কথা বলো।
দ্বাপরের একটি ভোরে অন্তত উঠুক ন্যায় আর সত্যের সূর্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গোপেশ দে ০৫/০৭/২০১৬অনেক ভাল লাগল
-
অঙ্কুর মজুমদার ০২/০৭/২০১৬vlo........