জন্মদিনের উপহার
জন্মদিনের উপহার
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা –
বিয়ের বাসরে
তোমার হাতে গুঁজে দেওয়া
আমার রজনীগন্ধা!
একরকম পশ্চাতে ছুরিকাঘাতের মতোই
কিছু না বলে বিস্ময়ের জালে -
এক গুচ্ছ ফুলের অন্তরালে
ঢেলে গেলে এক জীবন অন্ধকার।
জন্মদিনের খুশী শরতের মেঘের মতো
পাতলা হয়ে উড়ে গেল দুপুরে তখনই-
পেলাম হাতে যখন নিমন্ত্রণের চিঠি
ভাবিনি বুঝিনি-আামাকেই পেতে হবে
তোমাকে হারানোর উপহার, আজ আমারই জন্মদিন।
বললে না তো “বিয়ের কথা”
জানালে তো বিরহের আকুলতা,
জন্মদিনে পেলাম বিজিতের মহা-উপহার
দশটা বসন্তের অনুরাগ-ভরা হারমানা হার।
জীবনে ঘৃণার স্থান
মুছে দিল পরাজিতের মান
তবু পারিনি নিজেকে আড়াল করতে
শেষ দেখার লোভ ভুলতে-
আলোর রোশনাই-এ দেখেছি
তোমার বিয়ের জৌলুষভরা রাত
দেখেছি তোমার খুশীর দু-চোখ,
জীবনের শেষ বিদায়ের
দৃষ্টি নিতে-গেলাম,দিলাম হাতে গুঁজে
আমার দেওয়া শেষ রজনীগন্ধা!
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা!
আজ বহু দিন পর, ওপারের পালে হাওয়া এখন -
তবুও চোখে ভাসে তোমার খুশীর সেই দু-চোখ।
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা –
বিয়ের বাসরে
তোমার হাতে গুঁজে দেওয়া
আমার রজনীগন্ধা!
নিয়তির ভাষা ভালোবাসা নয়
সে ভালোবাসে জীবনকে,
এক গেলেও –এক আসে, একের হবে জয়
বিজিত হবে স্থবির বিজয়ীর কী আসে যায়
অথবা প্রান হবে চির বন্ধ্যা!
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা –
বিয়ের বাসরে
তোমার হাতে গুঁজে দেওয়া
আমার রজনীগন্ধা!
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা –
বিয়ের বাসরে
তোমার হাতে গুঁজে দেওয়া
আমার রজনীগন্ধা!
একরকম পশ্চাতে ছুরিকাঘাতের মতোই
কিছু না বলে বিস্ময়ের জালে -
এক গুচ্ছ ফুলের অন্তরালে
ঢেলে গেলে এক জীবন অন্ধকার।
জন্মদিনের খুশী শরতের মেঘের মতো
পাতলা হয়ে উড়ে গেল দুপুরে তখনই-
পেলাম হাতে যখন নিমন্ত্রণের চিঠি
ভাবিনি বুঝিনি-আামাকেই পেতে হবে
তোমাকে হারানোর উপহার, আজ আমারই জন্মদিন।
বললে না তো “বিয়ের কথা”
জানালে তো বিরহের আকুলতা,
জন্মদিনে পেলাম বিজিতের মহা-উপহার
দশটা বসন্তের অনুরাগ-ভরা হারমানা হার।
জীবনে ঘৃণার স্থান
মুছে দিল পরাজিতের মান
তবু পারিনি নিজেকে আড়াল করতে
শেষ দেখার লোভ ভুলতে-
আলোর রোশনাই-এ দেখেছি
তোমার বিয়ের জৌলুষভরা রাত
দেখেছি তোমার খুশীর দু-চোখ,
জীবনের শেষ বিদায়ের
দৃষ্টি নিতে-গেলাম,দিলাম হাতে গুঁজে
আমার দেওয়া শেষ রজনীগন্ধা!
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা!
আজ বহু দিন পর, ওপারের পালে হাওয়া এখন -
তবুও চোখে ভাসে তোমার খুশীর সেই দু-চোখ।
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা –
বিয়ের বাসরে
তোমার হাতে গুঁজে দেওয়া
আমার রজনীগন্ধা!
নিয়তির ভাষা ভালোবাসা নয়
সে ভালোবাসে জীবনকে,
এক গেলেও –এক আসে, একের হবে জয়
বিজিত হবে স্থবির বিজয়ীর কী আসে যায়
অথবা প্রান হবে চির বন্ধ্যা!
সুনন্দা
মনে পড়ে সেই সন্ধ্যা –
বিয়ের বাসরে
তোমার হাতে গুঁজে দেওয়া
আমার রজনীগন্ধা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ২১/০৬/২০১৬চমৎকার
-
দেবাশীষ দিপন ১৮/০৬/২০১৬সুন্দর।