ভুল হলেও এটাই সত্য
ভুল হলেও এটাই সত্য
রোগীর সঙ্গে মৃত্যুকে যদি হাসপাতালে
সবাই নিয়ে যাই –
যদি না বুঝি কেউ-মৃত্যুর দুরত্ব,
ডাক্তার কী করবে?
জীবনহীন রোগী বাড়ী ফিরবে সত্বর।
ভুল হলেও এটাই সত্য ।।
রোগীর নয় – অপরাধ শুধু ডাক্তার ঔষধের,
মরণ আসুক ঘরে-দুয়ারে,পথে-ঘাটে
দোষ নেই তাতে -
মৃত্যুর কোন চিহ্ন যেন না থাকে
হাসপাতাল বা ডাক্তারের হাতে;
শেষ নিশ্বাসের দু-দন্ড আগেও দাবি
ফেরাতে হবে অসম্ভব জীবন।
ভুল হলেও এটাই সত্য ।।
হাসপাতালের দোরে লটকানো রোগীকে
আত্মীয় পরিজনের শেষ মহান কাজ ।
বাকি সব বিশ্বের –প্রান ফিরানোর দায়
মৃত্যু নয়-নূতন অসম্ভব জীবন চাই,
নতুবা আর এক মৃত্যুর রায়
মাথায় নিতে হবে-সেবার কারিগরদের।
ভুল হলেও এটাই সত্য ।।
জীবন দানকারীর বলীদান
যেন শ্রেষ্ঠ তাদের কীর্তি অবদান
হটকারির যূপকাষ্ঠে,
জীবনের দায় জীবনের
ভাবিনা কেন আমরা!
ভুল হলেও এটাই সত্য ।।
রোগীর সঙ্গে মৃত্যুকে যদি হাসপাতালে
সবাই নিয়ে যাই –
যদি না বুঝি কেউ-মৃত্যুর দুরত্ব,
ডাক্তার কী করবে?
জীবনহীন রোগী বাড়ী ফিরবে সত্বর।
ভুল হলেও এটাই সত্য ।।
রোগীর নয় – অপরাধ শুধু ডাক্তার ঔষধের,
মরণ আসুক ঘরে-দুয়ারে,পথে-ঘাটে
দোষ নেই তাতে -
মৃত্যুর কোন চিহ্ন যেন না থাকে
হাসপাতাল বা ডাক্তারের হাতে;
শেষ নিশ্বাসের দু-দন্ড আগেও দাবি
ফেরাতে হবে অসম্ভব জীবন।
ভুল হলেও এটাই সত্য ।।
হাসপাতালের দোরে লটকানো রোগীকে
আত্মীয় পরিজনের শেষ মহান কাজ ।
বাকি সব বিশ্বের –প্রান ফিরানোর দায়
মৃত্যু নয়-নূতন অসম্ভব জীবন চাই,
নতুবা আর এক মৃত্যুর রায়
মাথায় নিতে হবে-সেবার কারিগরদের।
ভুল হলেও এটাই সত্য ।।
জীবন দানকারীর বলীদান
যেন শ্রেষ্ঠ তাদের কীর্তি অবদান
হটকারির যূপকাষ্ঠে,
জীবনের দায় জীবনের
ভাবিনা কেন আমরা!
ভুল হলেও এটাই সত্য ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১৭/০৬/২০১৬
>রাসালো<