তোমার কী প্রয়োজন
তোমার কী প্রয়োজন!
আমাকে তুমি ভুলতে বোল না
যখন তোমার কিছুই নেই বলার,
অন্তরে তখন সাক্ষীর কী প্রয়োজন!
আমাকে তুমি চলে যেতে বোল না
যখন আমার জন্যে অপেক্ষার দরকার নেই
তখন দূরভাসে জানানোর কী প্রয়োজন!
জীবন সততই সংগ্রামের-থামতে বোল না
মৃত্যু যখন একবারই আসে
তখন যুদ্ধে আপত্তির কী প্রয়োজন!
ভালোবাসা চলমান বিদ্যুত্-থামতে জানে না
পুড়বে নাহয় পুড়াবে প্রেমের-তার
তাকে ফিরতে বলার কী প্রয়োজন!
বরং তুমি ফিরে যাও-জীবন সবার ফেরে না
জেনো শুধু- কেউ পায়, কেউ অসহায়-নিরুপায়
দুঃখ অশোভন-সবার তাতে কী প্রয়োজন!
তুমিই তো চেয়েছিলে সংগামী জীবন-
তোমারই জন্য আমার অন্তহীন পথ চলা
বন্ধ হবে না, কখনোই শেষ হবে না
তোমাকে পাবই-চিন্তার তোমার কী প্রয়োজন!
আমাকে তুমি ভুলতে বোল না
যখন তোমার কিছুই নেই বলার,
অন্তরে তখন সাক্ষীর কী প্রয়োজন!
আমাকে তুমি চলে যেতে বোল না
যখন আমার জন্যে অপেক্ষার দরকার নেই
তখন দূরভাসে জানানোর কী প্রয়োজন!
জীবন সততই সংগ্রামের-থামতে বোল না
মৃত্যু যখন একবারই আসে
তখন যুদ্ধে আপত্তির কী প্রয়োজন!
ভালোবাসা চলমান বিদ্যুত্-থামতে জানে না
পুড়বে নাহয় পুড়াবে প্রেমের-তার
তাকে ফিরতে বলার কী প্রয়োজন!
বরং তুমি ফিরে যাও-জীবন সবার ফেরে না
জেনো শুধু- কেউ পায়, কেউ অসহায়-নিরুপায়
দুঃখ অশোভন-সবার তাতে কী প্রয়োজন!
তুমিই তো চেয়েছিলে সংগামী জীবন-
তোমারই জন্য আমার অন্তহীন পথ চলা
বন্ধ হবে না, কখনোই শেষ হবে না
তোমাকে পাবই-চিন্তার তোমার কী প্রয়োজন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০২/০৭/২০১৬nice
-
এম.এম. হাওলাদার ০২/০৭/২০১৬সুন্দর হয়েছে।
পড়ে ভালো লেগেছে। -
মনীষ তালধী ২৯/০৬/২০১৬প্রেমময়