নারী - ১
নারী - প্রেম সে
প্রেম তার আকাশ উচ্চ
বিশালতা অসংজ্ঙ্গায়িত
মায়া তার অপরিমেয়,
অভিমানী সে
সাত সাগরের প্রাচুর্য তার অভিমান
অশ্রুতে যার শ্রাবণ।
নারী -যেন সরলতার প্রতিমা
আঁখিতে ভালবাসার ছায়া।
চির লালিত আকাঙ্ক্ষা নারী
নারী সংসারের খুঁটি
নারী পুরুষের অহংকার
নারী অলংকার প্রেমের।
নারী এক ঝাঁক জোনাকি
অমাবস্যা রাতে,
রুপালী জ্যোৎস্না শরতের।
নারী রুক্ষ মরুতে শীতল হাওয়া
নারী স্বপ্নের অভিলাষ-বিলাস
অনুপ্রেরণা পরিশ্রান্ত যোদ্ধার।
নারী মানবের শেষ আশা
জীবনের প্রচুর অর্থ
প্রাণের গভীর আবেশ,
নারী প্রেমিকা
নারী মা......।
প্রেম তার আকাশ উচ্চ
বিশালতা অসংজ্ঙ্গায়িত
মায়া তার অপরিমেয়,
অভিমানী সে
সাত সাগরের প্রাচুর্য তার অভিমান
অশ্রুতে যার শ্রাবণ।
নারী -যেন সরলতার প্রতিমা
আঁখিতে ভালবাসার ছায়া।
চির লালিত আকাঙ্ক্ষা নারী
নারী সংসারের খুঁটি
নারী পুরুষের অহংকার
নারী অলংকার প্রেমের।
নারী এক ঝাঁক জোনাকি
অমাবস্যা রাতে,
রুপালী জ্যোৎস্না শরতের।
নারী রুক্ষ মরুতে শীতল হাওয়া
নারী স্বপ্নের অভিলাষ-বিলাস
অনুপ্রেরণা পরিশ্রান্ত যোদ্ধার।
নারী মানবের শেষ আশা
জীবনের প্রচুর অর্থ
প্রাণের গভীর আবেশ,
নারী প্রেমিকা
নারী মা......।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/০৯/২০১৩কবি তুমি সেরা,সবখানে
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩অনবদ্য...
তোমাকে স্যালুট -
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩অনবদ্য...
তোমাকে স্যালুট -
সহিদুল হক ২৩/০৯/২০১৩যথাযথ নারী-বন্দনা।খুব ভাল লাগলো কবিতা খানি।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩সুন্দর লিখেছেন।আমার পাতায় আমন্ত্রণ।
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--নারী কিছু বৈশিষ্ট্য ঠিক ফুটে উঠেছে ---