তুই থেকে তুমি
রূপকথা তোকে আগলে রাখছি মন দিয়ে তুই শোন
তোর জন্য আমি লিখছি গান বা হয়তো বিজ্ঞাপন।
রূপকথা তোকে ঢেকে রাখবো আমার চাদরে
রূপকথা তুই ডাকবি আমায় আবার আদরে।
লিখেছিলে তুমি যত কবিতা গান।
ফিল্টারে জমে থাকে আমার বারুদ অভিমান।
আমি আছি যেখানে তারারা ভেঙেচুরে যায়।
মহাজগতের শেষ সীমানায়।
কোন সুর তুমি গাইছ গান মনে মনে
রুপালি জোসনা যখন আষাঢ়ে গল্প শোনে।
দেখো খালি পায়ে ওঠে চাঁদ আকাশের কোনে
প্লিজ বেঁধে রেখো আমায় তুমি তোমার রিংটোনে।
এখনো যেন ভিজে যাচ্ছে তোমার শহর,
ভিজে গেছে সম্পর্কের যাবতীয় খবর
জানি আমি এ রাত এখানেই থেমে থাকে আসেনা ভোর।
এখনো যেন তোমার বয়স বারেনা,
রাত থেমে থাকে সময় থেমে থাকেনা।
ফুরিয়ে গেছি আমি তোমার টগর ফুলে
ঘুম ভেঙ্গে ছিল আমার, তোমার চুলে
শুধু জেনো অনুভূতির নদী কখনো শুকায়না।
তোর জন্য আমি লিখছি গান বা হয়তো বিজ্ঞাপন।
রূপকথা তোকে ঢেকে রাখবো আমার চাদরে
রূপকথা তুই ডাকবি আমায় আবার আদরে।
লিখেছিলে তুমি যত কবিতা গান।
ফিল্টারে জমে থাকে আমার বারুদ অভিমান।
আমি আছি যেখানে তারারা ভেঙেচুরে যায়।
মহাজগতের শেষ সীমানায়।
কোন সুর তুমি গাইছ গান মনে মনে
রুপালি জোসনা যখন আষাঢ়ে গল্প শোনে।
দেখো খালি পায়ে ওঠে চাঁদ আকাশের কোনে
প্লিজ বেঁধে রেখো আমায় তুমি তোমার রিংটোনে।
এখনো যেন ভিজে যাচ্ছে তোমার শহর,
ভিজে গেছে সম্পর্কের যাবতীয় খবর
জানি আমি এ রাত এখানেই থেমে থাকে আসেনা ভোর।
এখনো যেন তোমার বয়স বারেনা,
রাত থেমে থাকে সময় থেমে থাকেনা।
ফুরিয়ে গেছি আমি তোমার টগর ফুলে
ঘুম ভেঙ্গে ছিল আমার, তোমার চুলে
শুধু জেনো অনুভূতির নদী কখনো শুকায়না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০দুর্দান্ত প্রকাশ.