তোমার অপেক্ষা
পড়ন্ত কোন বিকেল বেলা
অনেক গুলো গিরিপথ পাড়ি দিয়ে
মায়াবী রূপে তুমি একদিন এসো,
শামিয়ানা টাঙ্গানো ওই উঁচু চূড়ায়
আমি অপেক্ষায় থাকব,
আর এসে আমার পাশে থাকা
খালি চেয়ারে বসবে।
অনেক কথা জমিয়ে রেখেছি-
তোমাকে বলব বলে, ভালো লাগা না লাগার
কথা,
পছন্দ অপছন্দের কথা,
তোমার কথা ভেবে ভেবে আমি যে সকল
কান্ড করেছি তার সব বলব,
তুমি যদি একটু আমার পাশে বসো।
পাড়ার দুষ্টু ছেলেমেয়ে যাদের নিয়ে
তুমি বেশ চিন্তিত তাদের নিয়েও কথা হবে,
কথা হবে কষ্টের মুহূর্ত গুলো নিয়েও,
এভাবে অনেক সময় পাড় হয়ে যাবে,
টি-টেবিলে রাখা চা-টা ও ঠান্ডা হয়ে যাবে
অতঃপর তুমি একটু হাসবে আর বলবে চা;
আমি তোমার হাসিমাখা মুখের দিকে-
তাকিয়ে থাকবো,
তুমি লজ্জায় আরো বেশী লাল হয়ে যাবে,
আর আমি তখন মনের অজান্তেই বলে ফেলবো;
তোমাকে অনেক বেশী ভালোবাসি।
অনেক গুলো গিরিপথ পাড়ি দিয়ে
মায়াবী রূপে তুমি একদিন এসো,
শামিয়ানা টাঙ্গানো ওই উঁচু চূড়ায়
আমি অপেক্ষায় থাকব,
আর এসে আমার পাশে থাকা
খালি চেয়ারে বসবে।
অনেক কথা জমিয়ে রেখেছি-
তোমাকে বলব বলে, ভালো লাগা না লাগার
কথা,
পছন্দ অপছন্দের কথা,
তোমার কথা ভেবে ভেবে আমি যে সকল
কান্ড করেছি তার সব বলব,
তুমি যদি একটু আমার পাশে বসো।
পাড়ার দুষ্টু ছেলেমেয়ে যাদের নিয়ে
তুমি বেশ চিন্তিত তাদের নিয়েও কথা হবে,
কথা হবে কষ্টের মুহূর্ত গুলো নিয়েও,
এভাবে অনেক সময় পাড় হয়ে যাবে,
টি-টেবিলে রাখা চা-টা ও ঠান্ডা হয়ে যাবে
অতঃপর তুমি একটু হাসবে আর বলবে চা;
আমি তোমার হাসিমাখা মুখের দিকে-
তাকিয়ে থাকবো,
তুমি লজ্জায় আরো বেশী লাল হয়ে যাবে,
আর আমি তখন মনের অজান্তেই বলে ফেলবো;
তোমাকে অনেক বেশী ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৭/০৫/২০১৬সুন্দর লাগলো কবিতা, শুভেচ্ছা কবিকে
-
রইস উদ্দিন খান আকাশ ২৩/০৪/২০১৬চালিয়ে যান।
-
জয় শর্মা ২১/০৪/২০১৬মনের কথা প্রকাশের সুন্দর প্রয়াস মনে হল, বেশ ভালো লিখেছেন। শুভেচ্ছা।
-
পরশ ২০/০৪/২০১৬খুব সুন্দর