আমি শালিক
আজ থেকে অনেক বছর পরে
কোনো এক ঝিম ধরা পড়ন্ত বিকেলে
দাঁড়িয়ে আনমনে বারান্দার কিনারে
হয়তো ডুবে আছো ভাবনার খেয়াপালে।
তাকিয়ে একপলকে
সদ্য ফোঁটা পুঁইশাকের ফুলে
যায় সময় ঘড়ির ডাকে
ছুঁয়ে এলোমেলো লতানো ডালে।।
হটাৎ ঝুলে থাকা লতার ভিড়ে
উঁকি দেয় ফাগুন হাওয়া দলে দলে
আলতো করে চুপিসারে
স্পর্শ করে তোমার এলো চুলে ।
ডানে ফিরে শান্ত নয়নে
বাঁধলে খোলা চুল খোঁপার জালে
ক্লান্ত হাসি ঠোঁটের কোনে
মনে হয় খুঁজছো কিছু আড়ালে।।
রংধনু রঙের মিছিলে সাদা ছিল যতো
বেঁধেছে বাসা তোমার কালো চুলে
চোখের মায়া ঠোঁটের হাসি আগেরই মতো
এখনো আছে যেমন ছিল শেষ বিকেলে ।
অনেকটা সময় খুঁজেছো সবখানে
না পেয়ে হতাশা জমে চোখের কিনারে
দেখোনি বৃদ্ধ শালিক বারান্দার কোনে
ঠিকই দেখেছি আমি বারেবার তোমারে ।।
কোনো এক ঝিম ধরা পড়ন্ত বিকেলে
দাঁড়িয়ে আনমনে বারান্দার কিনারে
হয়তো ডুবে আছো ভাবনার খেয়াপালে।
তাকিয়ে একপলকে
সদ্য ফোঁটা পুঁইশাকের ফুলে
যায় সময় ঘড়ির ডাকে
ছুঁয়ে এলোমেলো লতানো ডালে।।
হটাৎ ঝুলে থাকা লতার ভিড়ে
উঁকি দেয় ফাগুন হাওয়া দলে দলে
আলতো করে চুপিসারে
স্পর্শ করে তোমার এলো চুলে ।
ডানে ফিরে শান্ত নয়নে
বাঁধলে খোলা চুল খোঁপার জালে
ক্লান্ত হাসি ঠোঁটের কোনে
মনে হয় খুঁজছো কিছু আড়ালে।।
রংধনু রঙের মিছিলে সাদা ছিল যতো
বেঁধেছে বাসা তোমার কালো চুলে
চোখের মায়া ঠোঁটের হাসি আগেরই মতো
এখনো আছে যেমন ছিল শেষ বিকেলে ।
অনেকটা সময় খুঁজেছো সবখানে
না পেয়ে হতাশা জমে চোখের কিনারে
দেখোনি বৃদ্ধ শালিক বারান্দার কোনে
ঠিকই দেখেছি আমি বারেবার তোমারে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৫/০৭/২০১৮প্রথম প্রেম! ভাল লাগা অফুরন্ত।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৭/২০১৮বেশ লাগল।
ভাল থাকুন। -
সাইদ খোকন নাজিরী ২৮/০৬/২০১৮বেশ বেশ লিখনি অশেষ।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৬/২০১৮ভালোলাগা রইলো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৬/২০১৮চমৎকার উপাখ্যান ।
-
কে. পাল ২৫/০৬/২০১৮Bess valo
-
মোমিনুল হক আরাফাত ২৫/০৬/২০১৮চমৎকার